মঙ্গলবার   ১৩ জানুয়ারি ২০২৬   পৌষ ২৯ ১৪৩২   ২৪ রজব ১৪৪৭

ফের একসঙ্গে শাকিব-অপু!

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০২:৫২ পিএম, ৪ অক্টোবর ২০১৯ শুক্রবার

ঢালিউডের এক সময়ের সফল জুটি শাকিব খান ও অপু বিশ্বাস। এ দুই তারকার ছবি মানেই ছিল চাহিদার শীর্ষে, প্রেক্ষাগৃহে উপচে পড়া দর্শক। তবে সেটা এখন শুধুই অতীত। সামনে আরো নতুন সিনেমায় এ জুটিকে কখনো দেখা যাবে কিনা সেটিও কল্পবিলাসী ভাবনা।

পর্দার ন্যায় বাস্তব জীবনেও তারা বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। এখন তাদের দুজনার দুটি পথ দুই দিকে গেছে বেঁকে। এরমাঝে ভক্তদের জন্য সুখবর আবারো একসঙ্গে দেখা মিলবে শাকিব-অপুকে।

 

তবে নতুন কোনো সিনেমায় অভিনয় করতে নয়। এ জুটির পুরাতন একটি ছবি আবারো প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে। ছবিটির নাম ‘রাজনীতি’। ২০১৭ সালের ঈদুল আজহায় এ ছবি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল। বুলবুল বিশ্বাস পরিচালিত এ ছবিটি সেসময় বেশ প্রশংসিত হয়। দুই বছর পর ফের শুক্রবার থেকে রাজধানীর মধুমিতা হলে সিনেমাটি প্রদর্শিত হবে। 

অ্যারো মোশন আর্টসের ব্যানারে ‘রাজনীতি’ সিনেমাটি প্রযোজনা করেছেন আশফাক আহমেদ। ‘রাজনীতি’ সিনেমায় শাকিব খান-অপু বিশ্বাস ছাড়াও বিশেষ চরিত্রে অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন। এ ছাড়াও অভিনয় করেছেন- শহিদুল আলম সাচ্চু, সাদেক বাচ্চু, অমিত হাসান, আলীরাজ, ডিজে সোহেল, কমল প্রমুখ।