মঙ্গলবার   ১৩ জানুয়ারি ২০২৬   পৌষ ২৯ ১৪৩২   ২৪ রজব ১৪৪৭

ফের ভাইরাল জুহি চাওলার সেই ভিডিও

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০২:৪৭ পিএম, ৪ অক্টোবর ২০১৯ শুক্রবার

এই মুহূর্তে নেট দুনিয়ায় ঝড় তুলেছেন বলি টাউনের অভিনেত্রী জুহি চাওলা। তোলপাড় তুলেছে নায়িকার একটি ‘হট’ ভিডিও। কোটি কোটি ভিউ, শেয়ার, আর লাইকের বন্যা বয়ে যাচ্ছে সেই ভিডিওতে।

ভিডিওটিতে দেখা যায় পোশাক বদলাচ্ছেন নায়িকা। সবুজে মোড়া কোনো একটি জায়গায় ঘুরছিলেন নায়িকা। আচমকাই শুরু হয়ে যায় বৃষ্টি। কী করবেন? দৌড়ে একটি পরিত্যক্ত কাঠের বাড়িতে ঢুকে পড়েন হলুদ লং ফ্রকে লাস্যম্যী জুহি। 

 

চারপাশ ফাঁকা, কেউ নেই, জামাটা ভিজে গিয়েছে, অতঃপর পোশাক বদলাতে থাকেন নায়িকা। স্পষ্ট হয়ে ওঠে নায়িকার সিক্ত পিঠ। এমন সময়েই সাসপেন্স, তিনি জানতে পারেন সেখানে একা নন নায়িকা। ছিলেন আরো একজন, যিনি কাঠে দরজা দিয়ে উঁকি মেরে দেখতে থাকেন নায়িকাকে।

এই মুহূর্তে নেট দুনিয়ায় রীতিমতো ভাইরাল জুহি চাওলার এই ভিডিও। তবে, এই ভিডিওটি এখনকার নয়। ১৯৯৩ সালের সুপারডুপার হিট ছবি ‘ডর’ এর একটি দৃশ্য। ২৬ বছর বাদে ফের নেট দুনিয়ায় ফিরে এলো নায়িকার সেই লাস্যময়ী ভিডিওটি। প্রমাণ করল, এত বছরেও জুহি ম্যাজিক এতটুকু ফিঁকে হয়নি।