মঙ্গলবার   ১৩ জানুয়ারি ২০২৬   পৌষ ২৯ ১৪৩২   ২৪ রজব ১৪৪৭

শ্রাবন্তীর চোখে ‘সেরা’ রিকশাওয়ালা স্বামী

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১০:৫৩ এএম, ৪ অক্টোবর ২০১৯ শুক্রবার

টলিউডের প্রথম সারির নায়িকা শ্রাবন্তী চট্টোপাধ্যয়ের স্বামী রোশন ওরফে মন্টি পেশায় কেবিন ক্রু সুপারভাইজার। কিন্তু তিনি যে রিকশাও চালাতে পারেন সেটি কয়েকদিন আগে একটি ছবি দেখেই জানা যায়। শুধু তাই নয়, শ্রাবন্তীর চোখে তিনি নাকি, সব চেয়ে সেরা রিকশাওয়ালা!

সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেছেন অভিনেত্রী। ছবিতে দেখা যাচ্ছে, তুঁতে-নীল শাড়ি পরে একটি রিকশায় বসে আছেন শ্রাবন্তী। এরপরেই দেখা গেল আসল চমক। রিকশাচালকের আসনে বসে আছেন স্বয়ং রোশন!

 

ক্যাপশনে বরের উদ্দেশ্যে শ্রাবন্তী লিখেছেন, এখনো পর্যন্ত আমার দেখা সবচেয়ে সেরা রিকশাওয়ালা। ট্যাগ করেছেন রোহনকে। ছবির পিছনে হোর্ডিং দেখে ধারণা করা যাচ্ছে, ওপার বাংলায় গিয়ে দু’জনেই মজায় মেতেছেন।