বৃহস্পতিবার   ১৮ সেপ্টেম্বর ২০২৫   আশ্বিন ৩ ১৪৩২   ২৫ রবিউল আউয়াল ১৪৪৭

সঙ্গীর সঙ্গে ‘বিশেষ’ মুহূর্তে অভিনেত্রীর পরামর্শ

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৯:৩৬ এএম, ১ অক্টোবর ২০১৯ মঙ্গলবার

দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী পায়েল রাজপুত। রুপালী পর্দায় নিজের উপস্থিতি দিয়ে মুগ্ধতা ছড়িয়েছেন তিনি। এছাড়া অভিনয় করেছেন বেশ কিছু ঘনিষ্ঠ দৃশ্যেও।

এবার অভিনেত্রী জানালেন সঙ্গীর সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার সময় বিশেষ পণ্য সঙ্গে রাখার প্রসঙ্গে। অভিনেত্রী জানান, সঙ্গীর সঙ্গে বিছানায় যাওয়ার সময় জন্মনিরোধক পণ্য রাখার। আর এই পণ্যের মধ্যে কনডমকে অভিনেত্রী বেশি প্রধান্য দিয়েছেন। 

নতুন ছবি ‘আরডিএক্স লাভ’-এ পায়েল সহ অভিনেতার সঙ্গে বেশ কিছু ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করেছেন। আর তারপরেই এ ধরণের মন্তব্য করলেন অভিনেত্রী।

পায়েলের মতে, বেশিরভাগ সময়ই সুরক্ষিত যৌনতার কথা সবাই কিছুটা এড়িয়ে চলেন। যা একদমই উচিৎ নয় বলেও জানান অভিনেত্রী। 

অভিনেত্রী বলেন, বর্তমান প্রজন্মের উচিত লজ্জা না করে নিজেদের বিশেষ মুহূর্তের কথা খোলাখুলি আলোচনা করা। কেননা এতে করে সমাজের ছুঁতমাৎ দূর হয়। 

এর আগে পায়েল ‌‌‘আরডিএক্স ১০০’ ছবিতে একের পর এক বোল্ড দৃশ্যে অভিনয় করে খবরের শিরোনামে আসেন।