বৃহস্পতিবার   ০৮ মে ২০২৫   বৈশাখ ২৪ ১৪৩২   ১০ জ্বিলকদ ১৪৪৬

ষষ্ঠ দ্রুততম মানব কোলম্যান

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০১:২৫ পিএম, ৩০ সেপ্টেম্বর ২০১৯ সোমবার

দোহায় বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে নিজেকে প্রমাণ করলেন মার্কিন স্প্রিন্টার ক্রিশ্চিয়ান কোলম্যান। বিশ্ব অ্যাথলেটিক্সে ষষ্ঠ দ্রুততম মানব হিসেবে রেকর্ড গড়লেন কোলম্যান। নয় দশমিক সাত ছয় সেকেন্ডে ১০০ মিটার স্প্রিন্টে টাচ লাইন স্পর্শ করেছেন এই  অ্যাথলেটিক ।

জ্যামাইকার গতিমানব উসাইন বোল্টের ১০০ মিটার স্প্রিন্টে সেরা টাইমিং নয় দশমিক পাঁচ আট সেকেন্ডের রেকর্ড ভাঙতে না পারলেও কাছাকাছি কোল ম্যান। ২০১৭ সালে অবসরে গেছেন বোল্ট।

 

স্বদেশি স্প্রিন্টার জাস্টিন গ্যাটলিনকে পেছনে ফেলে দোহায় স্বর্ণ জিতলেন কোলম্যান। গ্যাটলিনের টাইমিং ছিল নয় দশমিক আট নয় সেকেন্ড। 
আগামী বছর টোকিও অলিম্পিক গেমসকে সামনে রেখে নিজের শ্রেষ্ঠত্বের বার্তা দিলেন কোলম্যান।

তবে মার্কিন এ তারকাকে ঘিরে বিতর্ক আছে। গত এক বছর জুড়ে ডোপ টেস্টে ভালো করেননি তিনি। অনেকে ‘বিতর্কিত’ বলছেন কোলম্যানকে। ভবিষ্যতে কী হবে তা নিয়ে চিন্তিত মনে হচ্ছে না কোলম্যানকে। আপাতত স্বর্ণ জয়ী কিংবা বর্তমান সময়ের দ্রুততম মানবের খেতাব, এসব ভেবে সময়টা উপভোগ করবেন তিনি।