‘বুম বুম’ বুমরাহ
নিউজ ডেস্ক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৩:২৯ এএম, ৩০ ডিসেম্বর ২০১৮ রোববার
এমসিজিতে দু’দিন দাপট দেখালেন ভারতীয় ব্যাটসম্যানরা। তৃতীয়দিন বোঝা গেল, বোলারদের জন্যও কিছু আছে এই পিচে। বুঝিয়ে দিলেন জাসপ্রিত বুমরাহ। তার ক্যারিয়ারসেরা ৩৩ রানে ছয় উইকেটে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস গুটিয়ে যায় মাত্র ১৫১ রানে।
শুক্রবার তৃতীয় টেস্টের তৃতীয়দিনের সবচেয়ে সফল পারফরমার বুমরাহ। প্রথম দু’দিন ভারতীয় ব্যাটসম্যানদের মাস্তানি দেখে রব উঠেছিল, বক্সিং ডে টেস্ট এমসিজি থেকে প্রত্যাহার করে নেয়া হোক। কাল একদিনে ১৫ উইকেট পড়ার পর এই টেস্ট ড্র হওয়া এখন অসম্ভব মনে হচ্ছে।
বুমরাহর বিধ্বংসী বোলিংয়ের পর প্যাট কামিন্স ম্যাচে খানিকটা প্রাণ ফিরিয়ে আনেন ১০ রানে চার উইকেট নিয়ে। এমসিজির ৩৩,৪৭৭ জন দর্শকের মুখেও হাসি ফিরে আসে। ভারত দিনটা শেষ করে ৫৪/৫-এ। তাদের দ্বিতীয় ইনিংসে। ৩৪৬ রানের নিরাপদ লিড সফরকারীদের। হাতে পাঁচ উইকেট। এই ম্যাচে জয় দেখছে ভারত। অস্ট্রেলিয়ার পক্ষে হার এড়ানো দুঃসাধ্য!
ভারতীয় ডান-হাতি পেসার বুমরাহ এ নিয়ে তৃতীয়বার টেস্টে এক ইনিংসে পাঁচ উইকেট নিলেন। তার আগের দুই নজির দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডের বিপক্ষে। প্রথম ইনিংসে ২৯২ রানে এগিয়ে যাওয়া সত্ত্বেও বিরাট কোহলি ফলো-অনে পাঠাননি অসিদের। উল্টো নিজেরা ব্যাট করতে নামেন।
দুসরা দফা ভারতীয় বাল্লেবাজরা বেশ বুঝতে পারেন, বুমরাহ কেন দাদাগিরি দেখিয়েছেন। ৫৪ রানে পাঁচ উইকেট হারানো ভারত এবার কর্তৃত্ব ফলাতে পারেনি। এর মধ্যে প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান চেতেশ্বর পূজারা এবং অধিনায়ক কোহলি দু’জনই আউট হন শূন্য রানে। দু’জনেরই ঘাতক কামিন্স।
তার অপর দুই শিকার ওপেনার হানুমা বিহারি (১৩) ও আজিংকা রাহানে (১)। সাত উইকেটে ৪৪৩ রানে ডিক্লেয়ার করা ভারতের প্রথম ইনিংসেও সবচেয়ে সফল বোলার কামিন্স ৭২ রানে নেন তিন উইকেট।
স্কোর কার্ড
ভারত প্রথম ইনিংস ৪৪৩/৭ ডিক্লেয়ার।
অস্ট্রেলিয়া প্রথম ইনিংস ১৫১ (হ্যারিস ২২, উসমান খাজা ২১, শন মার্শ ১৯, হেড ২০, পেইন ২২, কামিন্স ১৭। বুমরাহ ৬/৩৩, জাদেজা ২/৪৫)।
ভারত দ্বিতীয় ইনিংস
রান বল ৪ ৬
বিহারি ক খাজা ব কামিন্স ১৩ ৪৫ ১ ০
আগরওয়াল ব্যাটিং ২৮ ৭৯ ৪ ০
পূজারা ক হ্যারিস ব কামিন্স ০ ২ ০ ০
কোহলি ক হ্যারিস ব কামিন্স ০ ৪ ০ ০
রাহানে ক পেইন ব কামিন্স ১ ২ ০ ০
রোহিত ক শন মার্শ ব হ্যাজলউড ৫ ১৮ ০ ০
পন্ত ব্যাটিং ৬ ১২ ১ ০
অতিরিক্ত ১
মোট (৫ উইকেটে, ২৭ ওভারে) ৫৪
উইকেট পতন : ১/২৮, ২/২৮, ৩/২৮, ৪/৩২, ৫/৪৪।
বোলিং : স্টার্ক ৩-১-১১-০, হ্যাজলউড ৮-৩-১৩-১, লায়ন ১০-১-১৯-০, কামিন্স ৬-২-১০-৪।
