সোমবার   ০৫ মে ২০২৫   বৈশাখ ২২ ১৪৩২   ০৭ জ্বিলকদ ১৪৪৬

অভিনয়ে ফিরলেন শায়লা সাবি

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০২:২০ পিএম, ২৯ সেপ্টেম্বর ২০১৯ রোববার

নাটক বিজ্ঞাপন ও চলচ্চিত্রে অভিনয় করে সুনাম কুড়িয়েছেন মডেল ও অভিনেত্রী শায়লা সাবি। ২০১৪ সালে ইমপ্রেস টেলিফিল্মের ছবি ‘প্রিয়া তুমি সুখী হও’-এর মধ্য দিয়ে চলচ্চিত্রে নাম লেখান শায়লা। এরই ধারাবাহিকতায় তার অভিনীত ‘ঘাসফুল’ ছবিটি মুক্তি পায়। এছাড়া সাইমন তারিকের ‘ক্রাইম রোড’ ও তানিম রহমানের পরিচালনায় ‘আদি’ ছবিতে কাজ করেন তিনি। ২০১৬ সালে বিয়ের পিঁড়িতে বসেন এই অভিনেত্রী। বিয়ের পর নিজেকে গুটিয়ে নেন। কিন্তু আবারো অভিনয়ে ফিরলেন এ অভিনেত্রী। 

শ্রাবণী ফেরদৌসের পরিচালনায় এলিনা শাম্মীর রচনায় ‘অন্যরকম ভালোবাসা’ নাটকে প্রিয়ন্তী চরিত্রে অভিনয়ের মধ্যদিয়ে কাজে ফিরেছেন শায়লা। গেলো শুক্র ও শনিবার রাজধানীর বিভিন্ন লোকেশনে নাটকটির দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে। এতে শায়লা সাবির বিপরীতে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ।

তবে শায়লা সাবির ভাষ্যমতে এখন আর আপাতত অভিনয়ে বিরতি দিবেন না তিনি। ভালো ভালো গল্পের নাটকে টানা অভিনয় করে যেতে চান তিনি। নাটকটির প্রসঙ্গে শায়লা সাবি বলেন, শ্রাবণী আপুর সঙ্গে এবারই প্রথম কাজ করেছি। তার নির্দেশনায় কাজ করে ভীষণ ভালোলেগেছে। আমি প্রিয়ন্তী চরিত্রটি যথাযথভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। আর সাজ্জাদ ভাইয়ের সঙ্গে এর আগেও আমি কাজ করেছি। সবসময়ই তিনি দারুণ সহযোগিতা পরায়ণ। আমি অন্যরকম ভালোবাসা নাটকটি নিয়ে একটু বেশিই আশাবাদী।

 

নির্মাতা সুত্রে জানা গেছে, ‘অন্যরকম ভালোবাসা’ নাটকটি প্রযোজনা করেছেন আকবর হায়দার মুন্না। নাটকটি শিগগিরই ‘ক্লাব ইলেভেন’ ইউটিউব চ্যানেলে প্রচারিত হবে।