বুধবার   ১০ সেপ্টেম্বর ২০২৫   ভাদ্র ২৬ ১৪৩২   ১৭ রবিউল আউয়াল ১৪৪৭

চীনে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩৬

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০১:৪৯ পিএম, ২৯ সেপ্টেম্বর ২০১৯ রোববার

চীনের পূর্বাঞ্চলে একটি বাস ও ট্রাকের মধ্যে ভয়াবহ সংঘর্ষে অন্তত ৩৬ জন নিহত হয়েছে। স্থানীয় সময় শনিবার সকালের এ দুর্ঘটনা ঘটে। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। খবর সিএনএনের।

জানা গেছে, দুর্ঘটনার সময় ওই বাসটিতে ৬৯ জন যাত্রী ছিল। চীনের পূর্বাঞ্চলীয় জিয়ানসু প্রদেশের একটি সড়কে বাসটির সঙ্গে একটি ট্রাকের সংঘর্ষ বাধে। ধারণা করা হচ্ছে, বাসের চাকা পাংচার হয়ে যাওয়ার কারণেই এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে। 

এই দুর্ঘটনার কারণে প্রায় আট ঘণ্টা চাংচুন-শেনজেন সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ ছিল। উল্লেখ্য, ট্রাফিক আইন ভালোভাবে মেনে না চলায় চীনে প্রায়ই সড়ক দুর্ঘটনা হয়। ২০১৫ সালে ৫৮ হাজার মানুষের প্রাণহানি হয়েছে সড়কে।