শুক্রবার   ০২ মে ২০২৫   বৈশাখ ১৯ ১৪৩২   ০৪ জ্বিলকদ ১৪৪৬

মিনিটেই পেয়ে যান সিল্কি ও সাইনি চুল এই উপায়ে

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১০:০৭ এএম, ২৯ সেপ্টেম্বর ২০১৯ রোববার

আমাদের সারাদিনের ব্যস্ততায় চুলের প্রতি একদমই যত্ন নেয়ার সুযোগ হয়ে ওঠে না। এর ফলে চুলের ক্ষতি দিন দিন বেড়েই চলেছে। চুল পড়া থেকে শুরু করে এর উজ্জ্বলতাও হারিয়ে যায়। কিন্তু মাত্র কিছু সময়েই আপনি পেয়ে যেতে পারেন সিল্কি ও সাইনি চুল।

পরীক্ষিত এই উপায়টিতে মাত্র ৩০ মিনিট সময়েই আপনি পেয়ে যাবেন সিল্কি ও সাইনি চুল। তাছাড়া এই প্যাকটি ব্যবহারে চুল পড়া সমস্যাও সমাধান হবে। চলুন তবে জেনে নেয়া যাক প্যাকটি তৈরি ও ব্যবহার পদ্ধতি-

একটি পাত্রে একটি ডিমের সাদা অংশ, একটি লেবুর রস, এক টেবিল চামচ মধু ও পরিমাণ মতো নারকেল তেল একসঙ্গে মিশিয়ে একটি পেস্ট তৈরি করুন। এবার এই পেস্টটি সম্পূর্ণ চুলে ও মাথার ত্বকে ভালোভাবে লাগিয়ে নিন। এবার একটি সাওয়ার ক্যাপ দিয়ে চুলটা ঠিক ভাবে কভার করে নিন। এভাবে ৩০ মিনিট রেখে ভালোভাবে শ্যাম্পু করে ফেলুন। ব্যাস এবার দেখুন চমক।