বৃহস্পতিবার   ২০ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ৬ ১৪৩২   ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৭

ছাত্রলীগের দখলে থাকবে রাজপথ: সাদ্দাম

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০২:২৪ এএম, ৩০ ডিসেম্বর ২০১৮ রোববার

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন বলেছেন, আগামীকাল ৩০ ডিসেম্বর সারাদিন রাজপথ থাকবে ছাত্রলীগের দখলে। নৌকার বিজয় সুনিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরে যাবো না।

শনিবার একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগের রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির পায়রা চত্বরে ‘প্রগতির মঞ্চে বিজয়ের স্বরলিপি’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের উদ্যোগে গড়ে ওঠা ‘সমন্বিত শিক্ষার্থী সংসদ’ এ অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানের আজকের পর্বে বিশেষ অতিথি ছিলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস, চিত্রনায়ক ইমন ও যুব মহিলা লীগের সাংগঠণিক সম্পাদক শারমিন সুলতানা লিলি। এছাড়া উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস।

সাদ্দাম হোসেন বলেন, উন্নয়ন ও সমৃদ্ধিকে এগিয়ে নিতে ভোটের মাধ্যমে শেখ হাসিনাকে আবার ক্ষমতায় আনতে হবে। এজন্য ছাত্রলীগের নেতাকর্মীরা আগামীকাল সারাদিন রাজপথে থাকবে। যেকোনো ধরণের অপশক্তিকে রুখে দিতে ছাত্রলীগ সদা প্রস্তুত রয়েছে। নৌকার বিজয়ের পর আমরা ক্যাম্পাসে ৩১ ডিসেম্বর বিজয় মিছিল বের করবো।

সনজিত চন্দ্র দাস বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মৌলবাদী ও তাদের পৃষ্ঠপোষকদের স্থান হবে না। প্রয়োজনে আমরা সারা রাত ক্যাম্পাস পাহারা দিবো। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা শেখ হাসিনা ও সারা বাংলাদেশকে শান্তিতে রাখতে নির্ঘুম রাত কাটাবে ছাত্রলীগ।

অনুষ্ঠানে শারমিন সুলতানা লিলি ছাত্রলীগের নেতৃবৃন্দসহ সবাইকে আগামীকাল সকাল সকাল ভোট দেওয়ার আহ্বান জানান। অপু বিশ্বাস ও ইমন নৌকার পক্ষে তাদের সমর্থন জানিয়ে সবাইকে নৌকা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান।

অপু বিশ্বাস বলেন, শেখ হাসিনার মতো নারী ও শিশুবান্ধব নেত্রীকে আমি আবার ক্ষমতায় দেখতে চাই। তাই কালকে আমার ভোটটি নৌকাতেই দিবো। আপনারাও নৌকায় ভোট দিবেন।

ইমনও সবাইকে নৌকায় ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান। বলেন, বিজয় মিছিল ৩১ তারিখে চলতে থাকবে, আমরাও এ ক্যাম্পাসে আসতেই থাকবো।

প্রসঙ্গত, গত ২৬ ডিসেম্বর ‘প্রগতির মঞ্চে বিজয়ের স্বরলিপি’ শীর্ষক অনুষ্ঠান শুরু হয়। প্রতিদিন অনুষ্ঠানে থাকে গান, আবৃত্তি, নৃত্য ও আলোচনা। বিকেলে শুরু হয়ে রাতে শেষ হয় এর কার্যক্রম। আগামি ৩১ ডিসেম্বর রাতে এ অনুষ্ঠানের সমাপনী টানা হবে।