শুক্রবার   ০৯ মে ২০২৫   বৈশাখ ২৫ ১৪৩২   ১১ জ্বিলকদ ১৪৪৬

ইংলিশদের কোচ হচ্ছেন কার্স্টেন!

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০২:৫৪ পিএম, ২৮ সেপ্টেম্বর ২০১৯ শনিবার

ঘরের মাঠে বিশ্বকাপ জেতানোর পরপরই দায়িত্ব ছেড়ে দেয়ার কথা জানিয়েছিলেন ইংল্যান্ডের হেড কোচ ট্রেভর বেইলিস। সেই মোতাবেক অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাশেজ সিরিজ শেষ করেই পদত্যাগ করেছেন বিশ্বকাপজয়ী ট্রেভর বেইলিস। ফলে এখন কোনো হেড কোচ নেই ইংল্যান্ড ক্রিকেট দলের। 

এরপর থেকেই নতুন কোচের সন্ধানে নামে ইংলিশরা। জানা গেছে, দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক ও ভারতের হয়ে ২০১১ সালের বিশ্বকাপজয়ী কোচ গ্যারি কার্স্টেনকে নিজেদের নতুন কোচ বানাতে চায় ইসিবি। আর তাকে তিন ফরম্যাটের হেড কোচের দায়িত্ব দিতে চায় ইংল্যান্ড ক্রিকেট বোর্ড।

জনপ্রিয় ইংলিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফের প্রতিবেদনে জানাযায়, এ সপ্তাহে নতুন কোচ নিয়োগের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চান ইংল্যান্ড ক্রিকেটের পরিচালক অ্যাশলে জাইলস। নতুন কোচের পদে বোর্ডের পছন্দের তালিকায় সবার ওপরে রয়েছে কার্স্টেনের নাম।

 

এ পছন্দ অবশ্য ইংলিশ বোর্ডের একপাক্ষিক নয়। টেলিগ্রাফের প্রতিবেদন মতে, গ্যারি কার্স্টেন নিজেও ইংল্যান্ডের কোচের দায়িত্ব নিতে আগ্রহী। তবে কার্স্টেন চান শুধু ওয়ানডে ফরম্যাটের হেড কোচ হতে। 

এরই মধ্যে কোচ হিসেবে আন্তর্জাতিক সাফল্যে বেশ এগিয়ে আছেন কার্স্টেন। ২০১১ সালে ভারতের হয়ে জিতেছেন বিশ্বকাপ। এছাড়া দক্ষিণ আফ্রিকার কোচ হয়ে টেস্ট র্যাংকিংয়ের শীর্ষস্থানে বসিয়েছিলেন নিজ দেশকে। 

তার কোচিং ক্যারিয়ারে ২০১৩ সালের পর থেকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগসহ (আইপিএল) নানান ফ্র্যাঞ্চাইজি লিগের দলগুলোকে কোচিং করিয়ে যাচ্ছেন তিনি।