পটিয়ায় যুবলীগ কর্মীকে খুন
নিউজ ডেস্ক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০২:০৭ এএম, ৩০ ডিসেম্বর ২০১৮ রোববার
চট্টগ্রামের পটিয়ায় হামলা চালিয়ে যুবলীগের এক কর্মীকে হত্যা করা হয়েছে।
শনিবার রাতে পটিয়ায় এই হত্যাকাণ্ড ঘটেছে। নিহতের নাম দ্বীন মোহাম্মদ (৩৫)।
পটিয়া থানার ওসি নিয়ামত উল্লাহ বলেন, কুসুমপুরা ইউনিয়নের গুরনভাইন এলাকায় রাত ১০টার দিকে বিএনপি প্রার্থীর সমর্থকরা অতর্কিত হামলা চালিয়ে যুবলীগকর্মী দ্বীন মোহাম্মদকে হত্যা করে। ইটের আঘাতে তাকে হত্যা করা হয়।
চট্টগ্রাম- ১২ (পটিয়া) আসনে বিএনপির প্রার্থী ব্যবসায়ী এনামুল হক এনাম। এই আসনে আওয়ামী লীগের প্রার্থী বর্তমান সংসদ সদস্য সামশুল হক চৌধুরী।
এই বিষয়ে এনাম কিংবা বিএনপি নেতাদের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
