মঙ্গলবার   ০৯ সেপ্টেম্বর ২০২৫   ভাদ্র ২৪ ১৪৩২   ১৬ রবিউল আউয়াল ১৪৪৭

রোজকার টিপস : এক মিনিটেই চকচকে জুতা

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১০:০৭ এএম, ২৮ সেপ্টেম্বর ২০১৯ শনিবার

প্রতিদিনের কাজের কী আর শেষ আছে? সকাল থেকে রাত অব্দি কাজ করেও যেন শেষ করা যায় না। রোজকার কাজগুলো করার ক্ষেত্রে কিছু কৌশল বা টিপস কাজে লাগালে তা হয়ে যায় সহজ আর সুন্দর। দৈনন্দিন জীবনের কাজগুলোকে আরও সহজ করার উদ্দেশ্যেই ‘দৈনিক অধিকার’- এর নিয়মিত আয়োজন ‘রোজকার টিপস’।

 

ধরুন পার্টি কিংবা জরুরি মিটিংয়ে যাবেন, সবকিছু রেডি কিন্তু জুতাজোড়া পরতে গিয়ে পড়লেন বিপদে। কিছুতেই খুঁজে পাচ্ছেন না জুতার পলিশ। তাহলে উপায়? রান্নাঘরে থাকা ছোট একটি উপায়েই কিন্তু মাত্র এক মিনিটে জুতা চকচকে করা সম্ভব। 

 

হ্যাঁ, চটজলদি জুতা চকচকে করতে রান্নাঘর থেকে আলু নিয়ে আসুন। স্লাইস করে কেটে তা দিয়ে জুতা পালিশ করে নিন। এরপর একটি পরিষ্কার নরম ভেজা কাপড় দিয়ে জুতা মুছে ফেলুন। দেখুন তো, কেমন চকচক করছে জুতাজোড়া।