নির্বাচনে লাশ চায় বিএনপি
নিউজ ডেস্ক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০১:৪২ এএম, ৩০ ডিসেম্বর ২০১৮ রোববার
বর্তমান সরকার যখন দেশে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য নির্বাচন দেয়ার চেষ্টা করছে এবং নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের আয়োজন সম্পন্ন করার খুব কাছাকাছি রয়েছে তখন বিএনপি পরিকল্পনা করছে ভোটকেন্দ্রে কয়েকশত মানুষ খুন করে নির্বাচন বানচালের। গোয়েন্দা সংস্থার এক প্রতিবেদনে নির্বাচনের ঠিক আগ মুহূর্তে নির্বাচন বানচালে লাশ ফেলার জন্য পলিটিক্যাল কিলিং ঘটানোর আশঙ্কা প্রকাশ করা হচ্ছে।
ওই প্রতিবেদনে বলা হয়, ঐক্যফ্রন্টে যোগদানকারী অন্যতম দল বিএনপিকে বাঁচাতে নির্বাচন বানচাল করে সরকারকে বেকায়দায় ফেলার উদ্দেশে নানা ধরনের ছক কষতে শুরু করেছে জাতীয় ও আন্তর্জাতিকভাবে পর্দার অন্তরালে থাকা একটি অদৃশ্য মহল।
রাজধানী ঢাকাসহ সারাদেশে নাশকতা, নৈরাজ্য, বিশৃঙ্খলা সৃষ্টি করে সরকারের ওপর দায়-দায়িত্ব বর্তানোর জন্য ষড়যন্ত্র করছে দেশে-বিদেশে থাকা বিএনপি-জামায়াত, যুদ্ধাপরাধীর দোসর ও উগ্রপন্থী গোষ্ঠী। এর আগে নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না ও যুক্তরাষ্ট্রে অবস্থানকারী বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকার ফোনালাপে প্রয়োজনে ২/৩টি লাশ ফেলতে হবে, বিশেষ বাহিনীর উর্ধতনদের সঙ্গে বৈঠকে আগ্রহী সেই অডিও টেপটি পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। সরকারের উচ্চ পর্যায়ে দেয়া এই ধরনের আশঙ্কার কথা উল্লেখ করেছে গোয়েন্দা সংস্থা।
বিএনপির কেন্দ্রীয় কমিটির এক নেতার ঘনিষ্ঠ মহল বলেছে, একাদশ জাতীয় সংসদ নির্বাচন কেন্দ্র করে দলীয় সমন্বয়হীনতায় ভরাডুবির শঙ্কায় নির্বাচনের দিন প্রয়োজনে দলীয় কর্মীদের মাঝে কৌশলে বিবাদ বাঁধিয়ে লাশ ফেলে দেয়ার পক্ষে মতামত দেন বিএনপির স্থায়ী কমিটির এক নেতা। নির্বাচনের দিন লাশের রাজনীতি করে দেশব্যাপী সহিংসতা ছড়িয়ে দিতে পারলে সরকার অন্তত নির্বাচন বন্ধ করে দিতে বাধ্য হবে। নির্বাচন বন্ধ হয়ে গেলে বা পিছিয়ে গেলে বিএনপি সংগঠিত হওয়ার সুযোগ পাবে। কারণ বিএনপির বর্তমান অবস্থা ভাল না।
এ অবস্থায় নির্বাচনে বিএনপির ভরাডুবি হবে তা প্রায় নিশ্চিত। সহিংসতা ও লাশের রাজনীতিই বিএনপিকে রাজনীতির মাঠে স্বমহিমায় ফিরিয়ে আনবে। পলিটিক্যাল কিলিংয়ের মিশন সফল হলে বিএনপি বাঁচবে বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ এই মতাদর্শে বিশ্বাসী।
জনবিচ্ছিন্ন বিএনপি এবার নির্বাচনে নিশ্চিত ভরাডুবি জেনে নির্বাচন বানচাল করে সরকারের বিপক্ষে এক ঘৃণ্য ষড়যন্ত্রে নেমেছে বিএনপি-জামায়াত। নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্যে আবারো মানুষ হত্যার এক মাস্টারপ্ল্যান করছে বিএনপি যেকোনো মূল্যে তাদের এ ষড়যন্ত্র রুখে দিতে হবে।
