বুধবার   ১৪ মে ২০২৫   বৈশাখ ৩০ ১৪৩২   ১৬ জ্বিলকদ ১৪৪৬

দুর্নীতির সঙ্গে নূন্যতম জড়িত থাকলে ছাড় নয়: গণপূর্তমন্ত্রী

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১০:০৭ এএম, ২৬ সেপ্টেম্বর ২০১৯ বৃহস্পতিবার

দুর্নীতির সঙ্গে নূন্যতম জড়িত থাকলে কাউকে ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী শ.ম রেজাউল করিম।

বুধবার বরিশাল শহীদ আব্দুর রব সেরনিয়াবাত আউটার স্টেডিয়ামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের অনূর্ধ্ব-১৭ (বালক ও বালিকা) এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ হুঁশিয়ারি দেন।

মন্ত্রী বলেন, ঠিকাদারি কাজের সঙ্গে সম্পৃক্ত একটি বিষয় সামনে আসায় এরইমধ্যে গণপূর্তের একজন অতিরিক্ত প্রধান প্রকৌশলীকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে। পাশাপাশি প্ল্যানিং মন্ত্রণালয়ের দুজনকে প্রত্যাহার করার জন্য চিঠি দেয়া হচ্ছে। এক কথায় নিজেও অনিয়ম করবো না, বরদাস্তও করবো না।

শ ম রেজাউল করিম বলেন, মন্ত্রণালয়ে দায়িত্ব পাওয়ার পর থেকে সেখানে কাজের গতিশীলতা আনার পাশাপাশি দায়িত্বশীলতা, জবাবদিহিতা নিশ্চিত করেছি। এফআর টাওয়ার ঘটনায় ৬২ জনের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি এবং রুপপুর পারমানবিক বিদ্যুৎকেন্দ্রের ঘটনায় ৩০ জন কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে।

শিশুদের মাদক-জঙ্গি, সন্ত্রাস থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই উল্লেখ করে তিনি বলেন, বর্তমান সরকার ক্রীড়াবান্ধব। সুস্থ দেহ ও সুস্থ মনের জন্য প্রয়োজন খেলাধুলা। সুস্থ ধারার বাংলাদেশ বিনির্মাণে প্রধানমন্ত্রীর হাতকে আরো শক্তিশালী করার জন্য সমাজের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

অতিরিক্ত বিভাগীয় কমিশনার এমডি আব্দুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাদ সাদিক আব্দুল্লাহ, বরিশাল রেঞ্জের ডিআইজি মো. শফিকুল ইসলাম, বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. শাহাবুদ্দিন খান, ডিসি এসএম অজিয়র রহমান।