মঙ্গলবার   ১৮ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ৩ ১৪৩২   ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৭

সেই পুলিশের স্ত্রীকে এক লাখ টাকা দিলেন মাশরাফির স্ত্রী

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১২:২১ এএম, ৩০ ডিসেম্বর ২০১৮ রোববার

নড়াইল ডিবি পুলিশের এএসআই প্রয়াত মনিরুজ্জামান মিন্টুর স্ত্রী রাবেয়ার চিকিৎসায় নড়াইল-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী মাশরাফি বিন মুর্তজার স্ত্রী সুমনা হক সুমি এক লাখ টাকা প্রদান করেছেন।

শনিবার দুপুরে সদর হাসপাতালে গিয়ে এ অর্থ প্রদান করেন সুমি। এ সময় পুলিশ সুপার জসিম উদ্দিন পিপিএম উপস্থিত ছিলেন। 

এদিন সদর হাসপাতালে এক কন্যা সন্তানের জন্ম দেন রাবেয়া। এদিকে পুলিশ সুপার জসিম উদ্দিন পিপিএম বলেন, মরিুজ্জামানের স্ত্রীর চিকিৎসায় পুলিশ সুপারের পক্ষ থেকে আরও ৭০ হাজার এবং জেলা প্রশাসক মহোদয় ১০ হাজার টাকা প্রদান করেছেন।

আওয়ামী লীগের প্রার্থী মাশরাফির নিরাপত্তার দায়িত্বে থাকা নড়াইল ডিবি পুলিশের এএসআই মনিরুজ্জামান মিন্টু গত বৃহস্পতিবার হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।