মঙ্গলবার   ১৩ জানুয়ারি ২০২৬   পৌষ ২৯ ১৪৩২   ২৪ রজব ১৪৪৭

গানচিত্রে আসছে কর্ণিয়ার নতুন গান

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১০:০৩ এএম, ২৫ সেপ্টেম্বর ২০১৯ বুধবার

বছর দুয়েক ধরে নিয়মিত গান প্রকাশ পাচ্ছে কণ্ঠশিল্পী জাকিয়া সুলতানা কর্ণিয়ার কণ্ঠে। অডিও-ভিডিওর পাশাপাশি কণ্ঠ দিচ্ছেন নাটক ও সিনেমার গানে। সেই ধারাবাহিকতায় এবার আরও একটি গান-ভিডিও নিয়ে আসছেন এই গায়িকা।

 

তার কণ্ঠের নতুন গানের শিরোনাম ‘আপন করে নাও’। গানটির কথা, সুর ও সংগীত করেছেন আদিব কবির।

এ গান প্রসঙ্গে কর্ণিয়া বলেন, ‘ভিন্ন ঘরানার একটি গান। গানটিতে কণ্ঠ দিয়ে বেশ ভালো লেগেছে। কথা-সুরের পাশাপাশি সংগীতায়োজনেও গতানুগতিকতা নেই। আমি আশাবাদি, গানটি শ্রোতাদের বাড়তি আনন্দ দেবে।’

এরই মধ্যে গানের ভিডিওর কাজও সম্পন্ন হয়েছে। ভিডিও নির্মাণ করেছেন আবিদ হাসান। আসছে শনিবার (২৮ সেপ্টেম্বর) জেডএম স্টুডিওর ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে গান-ভিডিও ‘আপন করে নাও’।