বৃষ্টিতে বাংলাদেশ ‘এ’ দলের প্রথমদিনের খেলা পরিত্যক্ত
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০২:২৩ পিএম, ২৪ সেপ্টেম্বর ২০১৯ মঙ্গলবার

বৃষ্টির কারণে বাংলাদেশ-শ্রীলঙ্কা ‘এ’ দলের প্রথম চারদিনের আনঅফিসিয়াল টেস্টের প্রথম দিন ভেস্তে গেছে। এমনকি টস করতেও নামতে পারেনি দু’দল।
বাংলাদেশ ‘এ’ দলের হয়ে এই সফরে আছেন মুমিনুল হক, মোহাম্মদ মিঠুন, মেহেদি হাসান মিরাজ, আনামুল হক বিজয়, সৌম্য সরকার ও আবু জায়েদ রাহির মত তারকারা। দলের নেতৃত্বে আছেন মুমিনুল। সফরে দু’টি চারদিনের ম্যাচ ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ।
৩০ সেপ্টেম্বর শুরু হবে দ্বিতীয় ও শেষ চারদিনের ম্যাচ।
৭ অক্টোবর থেকে ওয়ানডে সিরিজ শুরু হবে। দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে হবে যথাক্রমে ৯ ও ১২ অক্টোবর।
বাংলাদেশ ‘এ’ দল
মুমিনুল হক (অধিনায়ক), সাদমান ইসলাম, জহুরুল ইসলাম অমি, মোহাম্মদ মিথুন, কাজী নুরুল হাসান সোহান, আনামুল হক বিজয়, সৌম্য সরকার, আবু জায়েদ রাহি, ইবাদত হোসেন চৌধুরী, সানজামুল ইসলাম, মোহাম্মদ রিশাদ হোসেন, সালাউদ্দিন শাকিল, মেহেদী হাসান রানা, নাজমুল হোসেন শান্ত, সাইফ হাসান ও মেহেদি হাসান মিরাজ।