মঙ্গলবার   ০৬ মে ২০২৫   বৈশাখ ২২ ১৪৩২   ০৮ জ্বিলকদ ১৪৪৬

শরতে নয়, শীতে ‘অসুর’ হয়ে আসছেন নুসরত!

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০২:৩২ পিএম, ২৩ সেপ্টেম্বর ২০১৯ সোমবার

বিয়ের পরের নতুন জীবন নিয়ে বেশ আলোচনায় ছিলেন টালিউড অভিনেত্রী নুসরত জাহান। এরপরেই বেশ কয়েকদিন অভিনয় থেকে বিরত থাকার পরে আবারো কাজে ফিরলেন তিনি। 

এবার প্রকাশ পেল নুসরত জাহান অভিনীত ছবি ‘অসুর’ এর ফার্স্টলুক। রোববার ইনস্টাগ্রামে নুসরত নিজেই শেয়ার করেছেন সেই লুক। ক্যাপশনে লিখেছেন, অসুর-এর দুর্গা অদিতি'। অতএব ধারণা করাই যাচ্ছে, সিনেমায় তার চরিত্রের নাম অদিতি।

 

 

পরনে কালো রঙের শাড়ি, চোখে চশমা, মাথায় সিঁদুর আর কপালে ছোট্ট টিপ- নুসরতের ‘অসুর’ লুকে কাত নেটিজেনরা। এ ছবিতে নুসরতের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার জনপ্রিয় অভিনেতা জিৎ। কিছুদিন আগেই অভিনেতা ইনস্টাগ্রামে তার অসুর লুক শেয়ার করেছিলেন। খালি গা, হাতে ধুনুচি- জিতের সেই লুক তাক লাগিয়ে দিয়েছিল ফ্যানেদের। ওই ছবিতে নুসরত আর জিৎ ছাড়াও দেখা যাবে আবির চট্টোপাধ্যায়কে।

ছবিতে জিতের চরিত্রের নাম কিরণ মাণ্ডি। এই ছবির মাধ্যমেই প্রখ্যাত চিত্র শিল্পী রামকিঙ্কর বেইজকে শ্রদ্ধা জানান হয়েছে।