মঙ্গলবার   ১১ নভেম্বর ২০২৫   কার্তিক ২৬ ১৪৩২   ২০ জমাদিউল আউয়াল ১৪৪৭

পরীমনি উধাও!

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০২:১৯ পিএম, ২৩ সেপ্টেম্বর ২০১৯ সোমবার

ঢালিউডের এই সময়ের আলোচিত চিত্রনায়িকা পরীমনিকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না!  তবে বাস্তবে নয় ফেসবুকে। এই অভিনেত্রীর আসল ফেসবুক আইডি উধাও হয়ে গেছে। অর্থাৎ পরীমনির ফেসবুক আইডি ডিজঅ্যাবল দেখাচ্ছে।

বিগত সময়ে সামজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বেশ সক্রিয় ছিলেন এই চিত্রনায়িকা। এতে তিনি ব্যক্তিগত ও পেশাগত জীবনের নানা খুঁটিনাটি নিয়মিতভাবে আপডেট ভক্তদের সঙ্গে শেয়ার করতেন। তাই এখানে তার ভক্ত ও অনুসারীরর সংখ্যাও ব্যাপক।

 

এ বিষয়ে পরীমনি বলেন, রোববার রাত থেকে ফেসবুকে ঢুকতে পারছি না। কে বা কারা কাজটি করেছে আমি জানি না। আমার ফেসবুকে বন্ধু ও ভক্ত-অনুসারীদের মধ্যেও এটা নিয়ে বিভ্রান্তি ছড়িয়েছে। অনেকেই মনে করছেন আমি হয়তো তাদের আনফ্রেন্ড করেছি। এছাড়া আমার আইডি থেকে কোনো মেসেজ আসলে তাতে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ করছি।

এদিকে ‘বিশ্বসুন্দরী’ ছবির কাজ শেষ করেছেন পরীমনি। এতে তার বিপরীতে অভিনয় করছেন সিয়াম আহমেদ। রুম্মান রশীদ খানের কাহিনী, চিত্রনাট্য ও সংলাপে এটি নির্মাণ করছেন চয়নিকা চৌধুরী। এতে আরো অভিনয় করছেন- চম্পা, ফজলুর রহমান বাবু, মনিরা মিঠু, আনন্দ খালেদসহ অনেকে। ছবিটি প্রযোজনা করছে সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেড।