সোমবার   ০৫ মে ২০২৫   বৈশাখ ২১ ১৪৩২   ০৭ জ্বিলকদ ১৪৪৬

ওয়েস্ট হামের বিপক্ষে হারাল ম্যানইউ

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০২:১৪ পিএম, ২৩ সেপ্টেম্বর ২০১৯ সোমবার

প্রিমিয়ার লিগে নিজেদের ষষ্ঠ ম্যাচে এসে দ্বিতীয় পরাজয় বরণ করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। রবিবার ওয়েস্ট হামের মাঠে ২-০ গোলে হেরেছে ম্যানইউ। 

পল পগবা-অ্যান্থনি মার্শালকে ছাড়া খেলতে নেমেছিল ম্যানচেস্টার ইউনাইটেড। এদিন বিরতিতে যাওয়ার এক মিনিট আগে ফেলিপ অ্যান্ডারসনের পাস থেকে ওয়েস্ট হামকে এগিয়ে দেন রাশিয়ান ফরোয়ার্ড আন্দ্রি ইয়ারমোলেঙ্কো। 
দ্বিতীয়ার্ধে গোল শোধে মরিয়া ইউনাইটেড চেষ্টার কমতি রাখেনি। কিন্তু তাদের আক্রমণের সামনে বারবার দেয়াল হয়ে দাঁড়িয়ে কাউন্টার অ্যাটাকে গেছে পেল্লেগ্রিনির শিষ্যরা। ৮৪ মিনিটে অ্যারন ক্রেসওয়েলের গোলে দ্বিতীয়বার পিছিয়ে পড়ে ম্যানইউ। শেষ পযর্ন্ত সেই ব্যবধান আর গোছাতে পারেনি সুলশারের শিষ্যরা।