শুক্রবার   ১৯ সেপ্টেম্বর ২০২৫   আশ্বিন ৩ ১৪৩২   ২৬ রবিউল আউয়াল ১৪৪৭

১৫ বছর বয়সে ধর্ষণের শিকার হয়ে বাড়ি ছাড়া হয়েছেন নায়িকা

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১০:৫৪ এএম, ২৩ সেপ্টেম্বর ২০১৯ সোমবার

কেউ যখন সুপার স্টার হয়ে যান তখন তার জমকালো জীবন যাপনটা বেশ ভালোভাবেই ধরা পড়ে মানুষের চোখে। রঙিন আলো ঢেকে দেয় তারকাদের জীবনের আসল গল্প। অনেকেই সামনে নিয়ে আসেন সেই সব গল্প, অনেকে আড়াল করেও রাখতে চান। এবার বিষাধময় এক জীবনের গল্প তুলে নিয়ে আসলেন হলিউডে জনপ্রিয় অভিনেত্রী ডেমি মুর।

‘স্ট্রিপটিজ’, ‘ঘোস্ট’, ‘ইনডিসেন্ট প্রোপোজাল’ সিনেমাগুলোতে অভিনয় করে হলিউড কাঁপিয়েছেন ডেমি মুর। ক্যারিয়ারের দীর্ঘ সময় পার করেছেন এই অভিনেত্রী। এতদিন অনেক কথা জমিয়ে রেখেছেন মনে।

 

এবার সেই না বলা কথামালা তুলে ধরেছেন নিজের আত্মজীবনীতে। ২৪ সেপ্টেম্বর ‘ইনসাইড আউট’ নামের এই এই জীবনী গ্রন্থ প্রকাশিত হবে। যেই বইয়ে ডেমি মুর তার জীবনের অন্ধকার দিকের কথাও তুলে ধরেছেন।

প্রায় ৬ মাসের মাথায় মিসক্যারেজ হয়েছিল এই অভিনেত্রীর প্রথম সন্তানের। এরপর অনেক মদ্যপান করতেন তিনি। ২০০৫-এ অ্যাস্টন কুচারের সঙ্গে বিয়ে হয় তার। সে বিয়েও ভেঙে যায় ২০১১ সালে। তারপর আবার বিয়ে করেন। পরের স্বামী ব্রুস উইলিসের সঙ্গেও তার সম্পর্কও খারাপ হয়ে যায়।

অনেক দিন রিহ্যাবে কাটিয়েছেন তিনি। তার ছোটবেলাও ছিল খুব খারাপ। মাত্র ১৬ বছর বয়সে বাড়ি ছাড়া হয়েছিলেন। এমনকী ১৫ বছর বয়সে ধর্ষণের শিকারও হয়েছিলেন। এই সমস্ত কথা আত্মজীবনীতে তুলে ধরেছেন ডেমি। বইটি প্রকাশ হলে সবাই জানতে পারবেন তার জীবন সম্পর্কে।