মঙ্গলবার   ১১ নভেম্বর ২০২৫   কার্তিক ২৬ ১৪৩২   ২০ জমাদিউল আউয়াল ১৪৪৭

কার জন্য বিয়ে করেননি টাবু?

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১২:২৭ পিএম, ২২ সেপ্টেম্বর ২০১৯ রোববার

এখনো বিয়ে করেননি বলিউডের অভিনেত্রী টাবু। তাকে এখনো সাংবাদিকদের প্রশ্নের সামনে পড়তে হয়। বিয়ে না করার কারণ কখনই তিনি বলতে চাননি। এবার বিয়ে না করার কারণ জানালেন এই নায়িকা। তার কথা অনুযায়ী বলিউডের জনপ্রিয় এক নায়ক তার বিয়ে না করার জন্য দায়ী।

সুন্দরী এই নায়িকার ক্যারিয়ারে বেশ সফল। অভিনয় করে সুনাম কুড়িয়েছেন অনেক। তাকে বিয়ে করার জন্য মুখিয়ে ছিলেন অনেকেই। তবুও টাবুর বিয়ে না করার কারণ কী? টাবু জানিয়েছেন এর পেছনে আছেন নায়ক অজয় দেবগন। তিনি বলেন, ‘আমার বিয়ে হলো না অজয় দেবগনের জন্য।’ টাবুর সাথে কি প্রেমের সম্পর্ক ছিল অজয় দেবগনের? নাকি অন্য কিছু।

 

টাবু জানান, বহুদিন আগে থেকেই অজয় দেবগনের পরিবারের সঙ্গে ঘনিষ্ঠ তিনি। দীর্ঘদিন ধরেই অজয় দেবগনের সাথে তার যোগাযোগ। তারা ভালো বন্ধুও ছিলেন। কিন্তু সেখানেই হয় সমস্যা। শেষ পর্যন্ত বিয়েটাই হলো না।

রসিকতা করে টাবু বলেন, ‘যৌবন কালে যে ছেলেই আমার সাথে কথা বলতে চাইত, তাকেই কোনো না কোনোভাবে হঠিয়ে দিত অজয় দেবগন ও আমার বোন সামীরা। আর ঠিক সে কারণেই কোন সম্পর্কে যেতে পারিনি।’