বৃহস্পতিবার   ০৮ মে ২০২৫   বৈশাখ ২৫ ১৪৩২   ১০ জ্বিলকদ ১৪৪৬

মিলানকে হারিয়ে শীর্ষে ইন্টার

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১০:২৫ এএম, ২২ সেপ্টেম্বর ২০১৯ রোববার

এসি মিলানের বিপক্ষে দারুন জয় পেয়েছে ইন্টার মিলান। সান সিরোয় শনিবার রাতে ২-০ গোলে জেতেছে তারা। টানা চার জয়ে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে ফিরেছে আন্তোনিও কন্তের দল।

২৩তম মিনিটে ইন্টারের জালে বল পাঠিয়েছিলেন মিলানের হাকান। কিন্তু তার আগে সতীর্থ ফ্রাঙ্ক কেসির হাতে বল লাগায় গোল হয়নি। ৩৫তম মিনিটে লাউতারো মার্তিনেস জালে বল জড়ালেও অফসাইযের কারণে গোল পায়নি ইন্টারও।

 

দ্বিতীয়ার্ধের শুরুতে মার্সেলো ব্রোজোভিচের শট এক খেলোয়াড়ের গায়ে লেগে দিক পাল্টে দূরের পোস্ট দিয়ে জালে জড়ালে এগিয়ে যায় ইন্টার।

৭৮তম মিনিটে রোমেলু লুকাকু হেডে জাল খুঁজে নিলে ব্যবধান দ্বিগুণ হয়। চালকের আসনে বসে যায় আগের তিন ম্যাচ জিতে আসা ইন্টার।