কাল সাফ মিশন শুরু বাংলাদেশের
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১১:০২ এএম, ২১ সেপ্টেম্বর ২০১৯ শনিবার

নেপালের রাজধানী কাঠমান্ডুতে শুরু হয়েছে সাফ অনূর্ধ্ব-১৮ চ্যাম্পিয়নশিপের তৃতীয় আসর। টুর্নামেন্টে অংশ নিতে নেপাল অবস্থান করছে বাংলাদেশের ফুটবলাররা। শ্রীলংকার বিপক্ষের ম্যাচ দিয়ে সাফ মিশন শুরু করবে বাংলাদেশের ছেলেরা।
শুক্রবার উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছিল নেপাল-মালদ্বীপ। বর্তমান চ্যাম্পিয়ন নেপালকে ১-১ গোলে রুখে দিয়েছে মালদ্বীপ। আগামীকাল দ্বিতীয় দিনে বাংলাদেশ শুরু করছে সাফ মিশন। প্রতিপক্ষ শ্রীলংকা।
২০১৫ সালে এই নেপাল থেকেই যাত্রা শুরু করেছিল সাফের এই বয়সভিত্তিক টুর্নামেন্ট। দুইবারই চ্যাম্পিয়ন নেপাল। প্রথমবার রানার্সআপ হয়েছিল ভারত, দ্বিতীয়বার বাংলাদেশ।
শ্রীলংকা এবারই প্রথম অংশ নিচ্ছে অনূর্ধ্ব-১৮ চ্যাম্পিয়নশিপে। গত মাসেই ভারতের কল্যাণীতে অনুষ্ঠিত সাফ অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপের ম্যাচে শ্রীলংকাকে ৭-১ গোলে উড়িয়ে দিয়েছিল বাংলাদেশ। কিশোরদের মতো অনূর্ধ্ব-১৮ দলও শ্রীলংকার বিরুদ্ধে সহজে জিতবে-এটাই প্রত্যাশা সবার।