সন্ধ্যায় মুখোমুখি আফগান-জিম্বাবুয়ে
ক্রীড়া ডেস্ক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১২:১৬ পিএম, ২০ সেপ্টেম্বর ২০১৯ শুক্রবার

ত্রিদেশীয় সিরিজে নিয়ম রক্ষার ম্যাচে আজ শুক্রবার জিম্বাবুয়ের মুখোমুখি হবে আফগানিস্তান।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে খেলাটি শুরু হবে সাড়ে ছটায়।
টানা তিন ম্যাচে হেরে এরই মধ্যে বিদায় ঘণ্টা বেজে গেছে জিম্বাবুয়ের। এমনিতেই টুর্নামেন্টের আগে থেকেই এই দলটি নিয়ে খুব বেশি আশা ছিল না কারো। কারণ বেশ কঠিন সময় পার করছে তারা। এদিকে এই ম্যাচেই হ্যামিল্টন মাসাকাদজা আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাবেন। তাই ৩৬ বছর বয়সী এই ব্যাটসম্যানকে বিদায়ী উপহার হিসেবে জয় ছাড়া কিছুই চাইবে না দলটি।
অবশ্য টুর্নামেন্টের প্রথম ম্যাচে বাংলাদেশকে কাপিয়ে দিয়েছিল জিম্বাবুয়ে। তবে পরের দুই ম্যাচে আফগানিস্তান এবং বাংলাদেশের বিপক্ষে দাঁড়াতেই পারেনি।