বৃহস্পতিবার   ২৪ জুলাই ২০২৫   শ্রাবণ ৮ ১৪৩২   ২৮ মুহররম ১৪৪৭

সহ্য হয়নি মায়ের অপমান, গৃহশিক্ষিকাকে কুপিয়ে হত্যা করল শিশু ছেলে

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০১:৪৯ পিএম, ১৮ সেপ্টেম্বর ২০১৯ বুধবার

মায়ের সঙ্গে ঝগড়ায় জড়িয়েছিল গৃহশিক্ষিকা। বিষয়টি মোটেই সহ্য করতে পারেনি ১২ বছরের স্কুল পড়ুয়া ছেলে। রাগ সামলাতে না পেরে সেই শিক্ষিকার ওপর ছুরি নিয়ে ঝাঁপিয়ে পড়ে স্কুলছাত্র। কুপিয়ে খুন করে শিক্ষিকাকে। ভারতের মুম্বাইয়ের গোবন্দি এলাকার এই ঘটনায় চমকে যান পুলিশও।

তদন্তকারীরা জানান, ৩০ বছরের আয়েশা আসলাম নিজের বাড়িতেই পড়াতেন ওই স্কুলছাত্রকে। সোমবার বিকেলেও পড়াচ্ছিলেন অন্য দিনের মতোই। এমন সময় ছাত্রের মা এসে আয়েশার কাছে কিছু টাকা চান। আয়েশা টাকা দিতে পারবেন না বলে জানান। সেই সঙ্গে অভিযোগ করেন, এর আগেও টাকা নিয়েছেন ওই নারী, কিন্তু ফেরত দেননি।

 

এ কথা বলার পরেই ঝগড়া শুরু হয় তাদের। ছেলের সামনেই ঝগড়া গড়ায় জোর বিবাদে। শুরু হয় হাতাহাতিও। অভিযোগ, মায়ের অপমান সহ্য করতে না পেরে, এই সময়েই একটি বড় ছুরি নিয়ে এসে শিক্ষিকা আয়েশার উপর ঝাঁপিয়ে পড়ে ১২ বছরের ছেলেটি। সে কোপাতে থাকে শিক্ষিকাকে।

পাড়া-প্রতিবেশীরা চিৎকার শুনে ছুটে এসে থামায় তাকে। গুরুতর জখম আয়েশাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। পুলিশি হেফাজতে আছে অভিযুক্ত নাবালক।