শুক্রবার   ২৫ জুলাই ২০২৫   শ্রাবণ ৯ ১৪৩২   ২৯ মুহররম ১৪৪৭

স্বামী-স্ত্রীর ঝগড়া: নাক কেটে নিলেন স্বামী!

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০১:৪০ পিএম, ১৮ সেপ্টেম্বর ২০১৯ বুধবার

ছুরি দিয়ে স্ত্রীর নাক কাটলেন স্বামী। পারিবারিক ঝগড়ার জেরে মঙ্গলবার পাকিস্তানের লাহোরে এ ঘটনা ঘটে।

দুবাইভিত্তিক সংবাদমাধ্যম গাল্ফ নিউজ লাহোর পুলিশের বরাত দিয়ে এ খবর দিয়েছে।

 

এতে বলা হয়েছে, অভিযুক্ত ব্যক্তির নাম সাজ্জাদ। পুলিশ তাকে আটক করার চেষ্টা করছে।

ওই দম্পতির দুই সন্তানের বরাতে খবরে বলা হয়েছে, ওই নারী স্থানীয় কয়েকটি সামাজিক সংগঠনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। এ নিয়ে স্বামীর সঙ্গে বাদানুবাদ হয়।

এক পর্যায়ে স্বামী-স্ত্রী উভয়ে উত্তেজিত হয়ে ঝগড়ায় জড়িয়ে পড়ে। এসময় স্বামী সাজ্জাদ একটি চাকু নিয়ে স্ত্রীর নাক কেটে নেয়।