মঙ্গলবার   ১১ নভেম্বর ২০২৫   কার্তিক ২৬ ১৪৩২   ২০ জমাদিউল আউয়াল ১৪৪৭

বাথরুম ভিডিও শেয়ার করে বিতর্কে অভিনেত্রীর মেয়ে (ভিডিও)

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১১:০৬ এএম, ১৮ সেপ্টেম্বর ২০১৯ বুধবার

ভারতীয় টেলিভিশনের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী শ্বেতা তিওয়ারির মেয়েকে নিয়েই শুরু এই বিতর্ক। মায়ের মত ফ্যাশনেবল মেয়েও। তবে নিজের কর্মের জন্য নিজেই বিতর্কিত হয়েছেন শ্বেতা তিওয়ারির মেয়ে পলক তিওয়ারি।

পলকের 'বাথরুম ভিডিও' নামে একটি ভিডিও ভাইরাল হয়েছে। ওই ভিডিওতে 'হেয়ার উলটা পুলটা' বলে একটি ক্যাপশনও দিতে দেখা যায় পলক তিওয়ারিকে।

 

সম্প্রতি দ্বিতীয় স্বামী অভিনব কোহলির বিরুদ্ধে অভিযোগ করেন শ্বেতা তিওয়ারি। তিনি অভিযোগ করেন, তার মেয়ে পলকের গায়ে হাত তুলেছেন অভিনব। 

পাশাপাশি শ্বেতা বাড়িতে না থাকলে অভিনব পলককে অশ্লীল ছবি এবং ভিডিও দেখাতেন বলেও অভিযোগ করেন শ্বেতা। যা নিয়ে বিস্তর জলঘোলা শুরু হয়ে যায় টেলি টাউনে। মেয়ের গায়ে হাত তোলার অভিযোগে শ্বেতার এফআইআর দায়ের করার পর অভিনেত্রীর প্রাক্তন স্বামীও বিষয়টি নিয়ে সরব হন।

ভিডিও দেখুন এখানে