বৃহস্পতিবার   ০৮ মে ২০২৫   বৈশাখ ২৫ ১৪৩২   ১০ জ্বিলকদ ১৪৪৬

ধর্ষণ মামলায় ছেলের সামনে লজ্জায় পড়েছিলেন রোনালদো

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০২:০৮ পিএম, ১৭ সেপ্টেম্বর ২০১৯ মঙ্গলবার

প্রায় এক দশক আগে এক আমেরিকান নারীকে ধর্ষণের অভিযোগে বেশ হেনস্থাই হতে হয়েছে পর্তুগালের ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোকে। সেই ঘটনাকে কেন্দ্র করে সাজানো মামলাটি বন্ধ হয়ে গিয়েছিল অল্প কিছুদিনের মধ্যেই। কিন্তু গতবছরের আগস্টে ফের মামলাটি চালু করা হলে অপ্রীতিকর অবস্থার সম্মুখীন হতে হয় রোনালদোকে।

মামলার শুরু থেকেই নিজেকে নির্দোষ দাবি করে আসছিলেন রোনালদো। গত জুলাইতে আদালতও রায় দেয় রোনালদোর পক্ষেই। যথাযথ প্রমাণ না থাকায় চূড়ান্তরূপে বন্ধ করে দেয়া হয় এ মামলা। কিন্তু ব্যক্তিগত ও পারিবারিক জীবনে এ ঘটনাটি বেশ কঠিন প্রভাবই ফেলেছে বলে জানিয়েছেন রোনালদো।

 

এক ব্রিটিশ সংবাদমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে রোনালদো বলেন, ‘এসব ঘটনা আপনার সম্মানে হানি ঘটনায়। এগুলো মেনে নেয়া কঠিন। আপনার বান্ধবী আছে, পরিবার আছে এমনকি সন্তানও আছে। এমতাবস্থায় তারা যখন সততা নিয়ে প্রশ্ন তোলে, তখন এটা সত্যিই অনেক খারাপ, অনেক কঠিন।’

এসময় রোনালদো আরও জানান, এ মামলার প্রভাব যেন তার সন্তানদের ওপর না পড়ে, তাই অনেকটা লুকিয়েই রাখতে হয়েছিল ঘটনাটি। এমনকি টিভিতে খবর প্রচারিত হলে, সেগুলো থেকেও দূরে রাখতেন নিজের বড় ছেড়ে ক্রিশ্চিয়ানো জুনিয়রকে।

রোনালদো বলেন, ‘আমার মনে আছে, একদিন আমি আমার বান্ধবীর সঙ্গে বাসায় বসে টিভি দেখছিলাম। তখন একটা চ্যানেলে খবর পড়া হচ্ছিলো আমার ধর্ষণ মামলার ব্যাপারে। তারা বলছিল, রোনালদো এই করেছে, সেই করেছে...তখন আমি শুনতে পেলাম আমার বাচ্চারা সিড়ি বেয়ে নিচে নামছে। আমি সঙ্গে সঙ্গে চ্যানেল পাল্টে দিয়েছিলাম। কারণ আমি লজ্জায় পরে গিয়েছিলাম তখন।’

তিনি আরও বলেন, ‘আমি অন্য কোনো কারণে চ্যানেল বদলাইনি। শুধু চেয়েছিলাম ক্রিশ্চিয়ানো জুনিয়র যেন এসব না দেখে। খুবই খারাপ একটা বিষয়ে তার বাবার ব্যাপারে মানুষ নেতিবাচক কথা বলছে, এটা শুনলে তার জন্য ভালো হতো না।’