বৃহস্পতিবার   ১১ সেপ্টেম্বর ২০২৫   ভাদ্র ২৬ ১৪৩২   ১৮ রবিউল আউয়াল ১৪৪৭

অধ্যক্ষের ইসলামবিরোধী মন্তব্যে পাকিস্তানে দাঙ্গা

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১১:৪৩ এএম, ১৬ সেপ্টেম্বর ২০১৯ সোমবার

পাকিস্তানের সিন্ধ প্রদেশে দাঙ্গা দেখা দিয়েছে। হিন্দু স্কুল অধ্যক্ষের ইসলামবিরোধী মন্তব্যের কারণে এ দাঙ্গা দেখা দেয়। শেষ পর্যন্ত পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারলেও থমথমে পরিবেশ বিরাজ করছে এলাকায়।

রোববার আবদুল আজিজ রাজপুত নামে এক অভিভাবক সিন্ধ পাবলিক স্কুলের অধ্যক্ষ নোটন মালের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করেন। তার দাবি, স্বয়ং নবীর (স.) নামে কুৎসা রটিয়েছেন ওই অধ্যক্ষ। নোটনের বিরুদ্ধে ঘোটকি থানায় এফআইআর দায়ের করা হয়।

 

pakistan-2

 

 

অপরদিকে এই খবর ছড়িয়ে পড়তেই উত্তপ্ত হয়ে ওঠে পরিবেশ। অনেক হিন্দুর ঘরবাড়ি ভাঙচুর করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে নামে বিশাল পুলিশবাহিনী। এরপর বিক্ষোভকারীদের দাবি মেনে গ্রেফতার করা হয় অধ্যক্ষকে।