আফগানিস্তানের অষ্টম নাকি জিম্বাবুয়ের প্রথম
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৩:০৬ পিএম, ১৪ সেপ্টেম্বর ২০১৯ শনিবার

ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে শক্তিশালী আফগানদের মুখোমুখি হবে জিম্বাবুয়েনরা। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা সাড়ে ছয়টায়। সিরিজে আফগানিস্তানের এটি প্রথম ম্যাচ। অন্যদিকে, জিম্বাবুয়ের এটি দ্বিতীয় ম্যাচ।
শুক্রবার সিরিজের উদ্বোধনী ম্যাচে বাংলাদেশের কাছে ৩ উইকেটে হারে জিম্বাবুয়ে। এই ম্যাচে হারলেও তারা লড়াই করে হেরেছে। তরুণ দুই ক্রিকেটার মোসাদ্দেক হোসেন সৈকত ও আফিফ হোসেন জুটি বাংলাদেশকে জয় উপহার দেন। আন্তর্জাতিক ক্রিকেটে মোসাদ্দেকের বেশ অভিজ্ঞতা থাকলেও আফিফের এটি ছিল দ্বিতীয় ম্যাচ।
টি-টোয়েন্টি ক্রিকেটে জিম্বাবুয়ে ও আফগানিস্তান এখন পর্যন্ত ৭ ম্যাচে মুখোমুখি হয়েছে। এর মধ্যে সাতটিতেই জয় পেয়েছে আফগানরা। সুতরাং, জিম্বাবুয়ের জন্য আজ প্রথমবারের মতো আফগানদের হারানোর সুযোগ। কিন্তু রশীদ খানরা যে স্পিন আক্রমণ নিয়ে এই সফরে এসেছে তার সামনে মাসাকাদজারা কতটুকু লড়াই করতে পারে সেটিই দেখার বিষয়।