গণেশ বিসর্জনে গিয়ে নৌকাডুবে ১১ জনের মৃত্যু
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০১:২৬ পিএম, ১৩ সেপ্টেম্বর ২০১৯ শুক্রবার

গণেশ বিসর্জনের উন্মাদনার মাঝেই মর্মান্তিক এক দু্র্ঘটনা ঘটেছে। এসময় নৌকাডুবিতে মৃত্যু হয়েছে ১১ জনের। উদ্ধার করা হয়েছে ৫ জনকে। আরো অনেকেই নিখোঁজ রয়েছেন। ঘটনাটি ঘটেছে ভারতের মধ্যপ্রদেশের ভোপালের খাটলাপুরে ঘাটে।
ভারতীয় সংবাদ মাধ্যম এই সময় এর খবরে বলা হয়েছে, পুলিশ জানিয়েছে, শুক্রবার ভোর সারে চারটার দিকে এই দুর্ঘটনা ঘটে। খাটলাপুরা ঘাটে গণেশ বিসর্জনের সময় একটি নৌকায় চেপেছিলেন ১৬ জন।
এএসপি অখিল প্যাটেলের কথায়, ১৬ জনের মধ্যে ৫ জনকে উদ্ধার করা গিয়েছে। আর উদ্ধার হয়েছে ১১টি মৃতদেহ। তল্লাশি অভিযান চলছে। অন্যান্যদেরও উদ্ধারের চেষ্টা করা হচ্ছে। স্থানীয়দের দাবি, ওই কজনই নৌকায় ছিল। তবু আমরা খুঁজে দেখছি আর কেউ ডুবেছেন কি না।
এই ঘটনার পরই ঘটনাস্থলে যায় পুলিশ ও বিপর্যয় মোকাবিলা টিম। উদ্ধারে হাত লাগাতে নিয়ে যাওয়া হয় বিশেষজ্ঞ সাঁতারুদের। মৃতদের পরিবারপিছু ৪ লাখ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করেছেন মধ্যপ্রদেশের মন্ত্রী পিসি শর্মা।
তিনি বলেন, খুবই দুর্ভাগ্যজনক ঘটনা। মৃতদের পরিবারপিছু ৪ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেয়া হবে। করা হবে তদন্ত।