শনিবার   ২৬ জুলাই ২০২৫   শ্রাবণ ১১ ১৪৩২   ৩০ মুহররম ১৪৪৭

কাশ্মীর সীমান্তে গোলাগুলি, নিহত ১

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১২:৩০ পিএম, ১৩ সেপ্টেম্বর ২০১৯ শুক্রবার

কাশ্মীরের আন্তর্জাতিক নিয়ন্ত্রণ রেখায় (এলওসি) ভারত ও পাকিস্তানের সামরিক বাহিনীর মধ্যে গুলিবিনিময়ে এক পাকিস্তানি সেনা নিহত হয়েছে। বৃহস্পতিবার এ ঘটনা ঘটে। 

পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানায়, সংঘর্ষ বিরতি নীতি লঙ্ঘন করে বৃহস্পতিবার কাশ্মীরের হাজী পীর সেক্টরে গুলিবর্ষণ করে ভারতীয় বাহিনী। এতে গোলাম রাসূল নামে পাক সেনাবাহিনীর একজন সিপাহী নিহত হয়েছেন।

 

নিহত ওই সেনা কর্মকর্তা ভাওয়ালনগরের বাসিন্দা বলে আইএসপিরের পক্ষ থেকে জানানো হয়েছে। ভারতীয় বাহিনীর হামলার জবাব দিতে পাল্টা হামলা চালায় পাক সেনারা।