বুধবার   ২৭ আগস্ট ২০২৫   ভাদ্র ১১ ১৪৩২   ০৩ রবিউল আউয়াল ১৪৪৭

মঙ্গল গ্রহের উত্তর গোলার্ধে সমুদ্রের সন্ধান!

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৩:১২ পিএম, ১১ সেপ্টেম্বর ২০১৯ বুধবার

যে মঙ্গলে পানির জন্য এত খোঁজ, সেখানে নাকি সমুদ্র ছিল। এমনকি সুনামির ভয়ংকর ঢেউও উঠেছিল সেই সমুদ্রে। তবে সবটাই প্রায় ৩৭০ কোটি বছর আগের ঘটনা। 

সম্প্রতি মার্কিন গবেষণায় এসব তথ্য মিলেছে। মঙ্গলের উত্তর গোলার্ধে সমুদ্র সৈকতের অস্তিত্ব পেয়েছেন গবেষকরা। ফলে প্রাণের অস্তিত্ব নিয়েও আবারও আশা জেগেছে বিজ্ঞানী মহলে। 

এখনও পর্যন্ত যা জানা গেছে তাতে, দু’টি উল্কা আঘাত হেনেছিলো লালগ্রহে। বিজ্ঞানীরা বলছেন, সেই উল্কা পানিতে এসে পড়ায় বিশাল বিশাল ঢেউ সমুদ্র ছাড়িয়ে পৌঁছে যায় উপকূলেও। সেই জলোচ্ছ্বাসের পরেই এক বিশাল এলাকাজুড়ে ক্ষতের সৃষ্টি হয়। আর এই সুনামির ক্ষত এখনো দৃশ্যমান মঙ্গল পৃষ্ঠে। সেটাই সম্প্রতি খুঁজে পেয়েছেন বিজ্ঞানীরা।