বৃহস্পতিবার   ১১ সেপ্টেম্বর ২০২৫   ভাদ্র ২৭ ১৪৩২   ১৮ রবিউল আউয়াল ১৪৪৭

৯/১১ বার্ষিকীতে কাবুলে মার্কিন দূতাবাসে হামলা

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০২:২৯ পিএম, ১১ সেপ্টেম্বর ২০১৯ বুধবার

আমেরিকায় ৯/১১ হামলার বার্ষিকীতে আফগানিস্তানের রাজধানী কাবুলের মার্কিন দূতাবাসকে টার্গেট মঙ্গলবার দিবাগত গভীর রাতে রকেট হামলা হয়েছে। মধ্য রাতের পরপরই বিস্ফোরণটি ঘটে। এরপরপরই পুরো এলাকা ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়। এখন পর্যন্ত বিস্তারিত কিছু জানা যায়নি। প্রাণহানির খবরও মেলেনি।

সূত্রের খবর, বুধবার ভোররাতে কাবুলের মার্কিন দূতাবাসের সামনে জোরালো বিস্ফোরণে শব্দ শোনা যায়। দূতাবাস চত্বর ঢেকে যায় ধোঁয়ায়। মার্কিন দূতাবাসের এক কর্মী ফোনে বিস্ফোরণের খবর নিশ্চিত করেছেন। তবে, তিনিও বিশদ কিছু জানাতে পারেননি। সরকারিভাবেও এখন পর্যন্ত ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর জানানো হয়নি।