রোববার   ০৪ মে ২০২৫   বৈশাখ ২১ ১৪৩২   ০৬ জ্বিলকদ ১৪৪৬

মাড়ি থেকে রক্ত পড়া বন্ধে যা করবেন

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০১:৫৮ পিএম, ১১ সেপ্টেম্বর ২০১৯ বুধবার

মাড়ি থেকে অনেকেরই রক্ত পড়ে। এটা একদিকে যেমন ক্ষতিকর তেমনি অন্যদিকে বিব্রতকরও। তবে চিন্তার কিছু নেই। কয়েকটি বিষয় মেনে চললে সহজেই এই সমস্যা থেকে মুক্তি মিলবে। দেখে নিন মাড়ি থেকে রক্ত পড়া রোধে কী করবেন-

 

  • মুখের ভেতর ও মাড়িকে জীবাণুমুক্ত-পরিষ্কার রাখতে হবে
  • রক্ত পড়া শুরু হলে রক্ত দ্রুত বন্ধ করতে গ্রিন টি দিয়ে কিছুক্ষণ কুলি করুন
  • হালকা গরম পানির সঙ্গে সামান্য লবণ মিশিয়ে দিনে তিন-চার বার কুলি করুন
  • লবঙ্গ মাড়ির রক্তক্ষরণ বন্ধের সঙ্গে সঙ্গে মুখের দুর্গন্ধ কাটাতেও সাহায্য করে
  • দুটি লবঙ্গ মুখে রাখুন
  • অ্যান্টিসেপ্টিক ও অ্যান্টিব্যাকটেরিয়াল বলে ক্ষত স্থানে মধু লাগিয়ে রাখলে রক্ত পড়া বন্ধ হবে
  • বেকিং সোডা গরম পানিতে মিশিয়ে পেস্ট করে দাঁত মাজুন
  • রক্তক্ষরণ বন্ধ করতে ঠাণ্ডা পানিতে তুলা ভিজিয়ে ক্ষত জায়গাটায় চেপে ধরুন
  • লেবুর রস ও লবণ মিশিয়ে দাঁত পরিষ্কার করে ৫ মিনিট রেখে দিন। এরপর কুলি করে মুখ ধুয়ে ফেলুন।
  • ঘরোয়া এসব যত্নেই মাড়ির সমস্যার সমাধান হয়ে যাবে। যদি রক্ত পড়া না কমে বা বেশি ব্যথা হয়, মাড়ি ফুলে যায়, তবে অবহেলা না করে অবশ্যই চিকিত্‍সকের পরামর্শ নিন।