শনিবার   ১৯ জুলাই ২০২৫   শ্রাবণ ৩ ১৪৩২   ২৩ মুহররম ১৪৪৭

প্রবাসীরাও ন্যাশনাল আইডি কার্ড পাবেন, জানালেন সিইসি

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৯:৩২ এএম, ১১ সেপ্টেম্বর ২০১৯ বুধবার

প্রবাসীদের জন্য আইডি কার্ড চালু করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। সোমবার দুবাইয়ে বাংলাদেশ কনস্যুলেটে আয়োজিত প্রবাসীদের সাথে মতবিনিময় সভায় তিনি বলেন, খুব তাড়াতাড়ি এ ব্যাপারে কাজ শুরু হবে। 

নুরুল হুদা বলেন, এ বিষয়টি নিয়ে সরকার যথেষ্ট চিন্তভাবনা করছে। দুবাইয়ে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল মোহাম্মদ ইকবাল হোসাইন খানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান। সভায় কমিউনিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।