সোমবার   ২৯ ডিসেম্বর ২০২৫   পৌষ ১৫ ১৪৩২   ০৯ রজব ১৪৪৭

ঢাকা সিটি কলেজ কেন্দ্রে ভোট দেবেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক 

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৪:৩৩ পিএম, ২৯ ডিসেম্বর ২০১৮ শনিবার

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা সিটি কলেজ ভোট কেন্দ্রে নিজের ভোটাধিকার প্রয়োগ করবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ বিষয়টি নিশ্চিত করে প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি আশরাফুল আলম খোকন গণমাধ্যমকে বলেন,  ওইদিন সকালে(৩০ ডিসেম্বর) প্রধানমন্ত্রী ঢাকা সিটি কলেজ কেন্দ্রে তার ভোট দেবেন।

জানা গেছে, ধানমন্ডির সুধাসদনের বাসার ঠিকানায় ভোটার প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সে হিসেবে তার ভোট কেন্দ্র হচ্ছে ঢাকা সিটি কলেজ কেন্দ্র। এর আগে ২০০৮ সালের ২৯ ডিসেম্বর এবং ২০১৪ সালের ৫ জানুয়ারি এই কেন্দ্রে ভোট দেন তিনি।

উল্লেখ্য, ৩০ ডিসেম্বর (রবিবার) একাদশ জাতীয় সংসদ নির্বাচন। এদিন দেশের ২৯৯ আসনে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলবে।