সৌম্য ঝড় থামালেন পল
নিউজ ডেস্ক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৬:৫৯ পিএম, ১৪ ডিসেম্বর ২০১৮ শুক্রবার
সিরিজ নির্ধারণী শেষ ম্যাচে ১৯৯ রানের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ। বোলিংয়ের পর ব্যাটিংয়ের শুরুটাও বেশ ভালোই করেছে তামিম-লিটনরা। দলীয় ৪৫ রানে লিটন ফিরে গেলেও নিজেদের অর্ধশতক তুলে নিয়েছেন তামিম ও সৌম্য। ফিফটির পরই ঝড় তোলেন সৌম্য। অবশেষে সে ঝড় থামালেন কিমো পল।
তামিম ও সৌম্য সরকারের ব্যাটে সহজভাবেই সিরিজ জয়ের পথে বাংলাদেশ। এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৩৫ ওভারে ২ উইকেট হারিয়ে ১৭৬ রান।
সম্প্রতি তিন নাম্বারের ব্যাটিংয়ে সৌম্য সরকার যে দুর্দান্ত ফর্মে রয়েছেন তা প্রমাণ করে চলেছেন। জিম্বাবুয়ের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে শতকের পর তৃতীয় ওয়ানডেতেও শতক হাঁকান। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও প্রস্তুতি ম্যাচে শতক হাঁকান এই স্টাইলিশ ব্যাটসম্যান। কিন্তু তারপরেও নিজের সেরা পজিশন পাচ্ছিলেন না দলে।
আগের দুই ম্যাচে সাত নাম্বারে ব্যাটিং নামানোর পর রান পাননি। কিন্তু সিরিজের শেষ ম্যাচে তিন নাম্বারে নামাতেই তুলে নিলেন অর্ধশতক। আর এরপরই ক্যারিবীয় বোলারদের উপর রীতিমত অমানবীয় আক্রমণ চালান সৌম্য। ৫ ছক্কা ও ৫ চারে ৮০ রানে কিমো পলের বলে বোল্ড হন তিনি।
