শুক্রবার   ১৯ সেপ্টেম্বর ২০২৫   আশ্বিন ৪ ১৪৩২   ২৬ রবিউল আউয়াল ১৪৪৭

ধবধবে সাদা শাড়িতে দেখা দিলেন জয়া

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০১:৪৭ পিএম, ৮ সেপ্টেম্বর ২০১৯ রোববার

কলকাতার অন্যতম প্রযোজনা প্রতিষ্ঠান সুরিন্দর ফিল্মসের নতুন ছবি ‘ভূতপরী’তে অভিনয় করছেন জয়া আহসান। কোয়েল মল্লিক নিবেদিত এই ছবিটির নাম ভূমিকায় থাকছেন জয়া।

পশ্চিমবঙ্গের কালিকাপুর গ্রামে এই ছবির দৃশ্যধারণের কাজ শুরু হয়েছে। সেখানে ‘ভূতপরী’ জয়া আহসানের নতুন গেটআপে দেখা গেছে। যেখানে জয়াকে দেখা গেল ধবধবে সাদা শাড়ি পরে খোলা প্রান্তরে মাটিতে হাত ছুঁয়ে হতবিহ্বলের মতো বসে থাকতে।

 

শনিবার দুপুরে ছবিটি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেন অভিনেত্রী নিজেই। ছবিটি সম্পর্কে এ অভিনেত্রী আগেই বলেছেন, এর আগেও ভৌতিক ঘরানার ছবি ‘দেবী’তে অভিনয় করেছি। তবে ভারতে এমন ছবি এবারই প্রথম। এই ছবিটাকে একটি ভূতের আত্মকাহিনী বলা যায়, থ্রিলারও আছে।

ভূতের ভয় আর রহস্যে মোড়ানো ছবিটির চিত্রনাট্য লিখেছেন পরিচালক সৌকর্য ঘোষাল নিজেই। এখানে জয়ার সহশিল্পী হিসেবে আছেন ঋত্বিক চক্রবর্তী। এছাড়াও আরো অভিনয় করছেন সুদীপ্তা চক্রবর্তী, শান্তিলাল মুখার্জিসহ আরো অনেকে।