শনিবার   ১২ জুলাই ২০২৫   আষাঢ় ২৭ ১৪৩২   ১৬ মুহররম ১৪৪৭

অনলাইনে শিক্ষা প্রতিষ্ঠান নজরদারি করা হবে: শিক্ষামন্ত্রী

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৮:৩৬ এএম, ৮ সেপ্টেম্বর ২০১৯ রোববার

শিক্ষা প্রতিষ্ঠানে অনিয়ম বন্ধে অনলাইনের মাধ্যমে নজরদারি করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি।

শনিবার দুপুরে চাঁদপুরের হাইমচরের দূর্গাপুর উচ্চ বিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন শেষে তিনি একথা বলেন।

 

শিক্ষামন্ত্রী বলেন, মন্ত্রণালয় থেকে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, কারিগরি ও মাদরাসাগুলোতে মাঠ পর্যায়ে নজরদারি বাড়ানো হয়েছে। বিভিন্ন দুর্ঘটনা ও অনিয়ম বন্ধ করতে অনলাইনের মাধ্যমেও মনিটরিংয়ের চিন্তা করা হচ্ছে। 

তিনি আরো বলেন, গত ১০ বছরে আমাদের শিক্ষাব্যবস্থায় যেসব পরিবর্তন হয়েছে তারই ধারাবাহিকতায় এখন আমাদের শিক্ষায় যেন মূল্যবোধ অর্ন্তভুক্ত করতে পারি সে চেষ্টা করছি। যেন শিশুকাল থেকেই শিক্ষার্থীদের মধ্যে মূল্যবোধ জাগ্রত হয়।

শিক্ষামন্ত্রী বলেন, আমরা নতুন একটি কার্যক্রম শুরু করছি, মুক্তিযুদ্ধকে জানো, বঙ্গবন্ধুকে জানো। এর মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের ৭ম থেকে ৯ম শ্রেণির শিক্ষার্থীরা তার এলাকায় মুক্তিযুদ্ধকালীন সময়ে কী ঘটেছিলো তা জানতে পারবে এবং সেই ইতিহাস তুলে আনবে। এর মধ্যে তারা মুক্তিযুদ্ধ সম্পর্কে জানবে এবং তাদের মধ্যে দেশপ্রেম জাগ্রত হবে। এছাড়াও অনেক সংগ্রামের বিনিময় অর্জিত দেশটির প্রতি তাদের মমত্ববোধ বাড়বে।