শনিবার   ১০ মে ২০২৫   বৈশাখ ২৬ ১৪৩২   ১২ জ্বিলকদ ১৪৪৬

আফগান ঘূর্ণিতে ধুকছে টাইগাররা

ক্রীড়া ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৩:০৭ পিএম, ৬ সেপ্টেম্বর ২০১৯ শুক্রবার

দীর্ঘ দশ মাস পর ঘরের মাঠে টেস্ট খেলতে নেমেছে বাংলাদেশ। প্রতিপক্ষ টেস্টে নতুন নাম লেখানো আফগানিস্তান। চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনে নিজেদের প্রথম ইনিংসে ৩৪২ রানে থামে সফরকারীরা। এ লক্ষ্য তাড়া করতে ব্যাটিংয়ে নেমেছে টাইগাররা। কিন্তু আফগান ঘূর্ণিতে ধুকছে টাইগাররা।

এ রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেট হারিয়ে ৫৮ রান। মমিনুল ৫* ও সাকিব ৩*।
 
শুক্রবার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দ্বিতীয় দিনের খেলায় মুখোমুখি হয় বাংলাদেশ-আফগানিস্তান। দ্বিতীয় দিনে ৩৪২ রানের  লক্ষ্য তাড়া করতে ব্যাটিংয়ে নেমেছে টাইগাররা। তবে খুব একটা ভালো গেল না শুরুটা। প্রথম ওভারের ৪ বলের মাথায় কট দিয়ে প্যাভিলিয়নে ফিরে যান সাদমান ইসলাম। রান করেন শূন্য।

এরপর সৌম্য লিটনে এগোচ্ছিল বাংলাদেশ। কিন্তু মোহাম্মাদ নাবি এসে বাধা হয়ে দাড়ালেন। এলবিতে ফেরালেন সৌম্যকে(১৭)। দলীয় রান তখন ৩৮। লিটন একাই দলকে টেনে নিচ্ছিলেন। তবে এবার লিটনকে শিকার বানালেন আফগান অধিনায়ক। ৩৩ রানে বোল্ড করে সাজ ঘরে ফেরান লিটনকে।  এখন সাকিব-মমিনুলে পথ খুজছে টাইগাররা।

এদিকে দিনের শুরুতেই আসগর আফগানকে ফিরিয়ে দেন তাইজুল ইসলাম। সেঞ্চুরি বঞ্চিত সাবেক এই অধিনায়ক ১৭৪ বলে ৩টি চার ও দুটি ছক্কায় ৯২ করে উইকেটরক্ষক মুশফিকুর রহিমকে ক্যাচ দেন। পরে ৪১ রানে থাকা আফসার জাজাইকে বোল্ড করেন এই বাঁহাতি। 

কাইস আহমেদকে মুমিনুল হকের ক্যাচ বানিয়ে নিজের প্রথম উইকেট তুলে নেন সাকিব আল হাসান। ইয়ামিন আহমেদজাইকেও ফেরান সাকিব। তবে ভয়ঙ্কর হয়ে ওঠা আফগান অধিনায়ক রশিদ খানকে বিদায় করে প্রতিপক্ষের ইনিংসের সমাপ্তি ঘটান মেহেদি হাসান মিরাজ। ৬১ বলে ২ চার ও ৩ ছক্কায় ৫১ করে রশিদ।
 
বাংলাদেশ বোলারদের মধ্যে তাইজুল ৪টি, নাঈম হাসান ও সাকিব দুটি, আর মাহমুদউল্লা ও মিরাজ একটি করে উইকেট পান।

এর আগে সিরিজের একমাত্র টেস্টের প্রথম দিন ৫ উইকেট হারিয়ে ২৭১ রান করেছিল আফগানরা। প্রথম দিন রহমত শাহ’র সেঞ্চুরিতে (১০২) বাংলাদেশের বিপক্ষে প্রতিরোধ গড়ে আফগানরা। আর ৮৮ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন আসগর আফগান। ৩৫ রানের হার না মানা ইনিংস খেলেন আফসার জাজাই।

প্রথম দিন বাংলাদেশ বোলারদের মধ্যে দুটি করে উইকেট নেন তাইজুল ইসলাম ও নাঈম হাসান। একটি উইকেট পান মাহমুদউল্লাহ রিয়াদ। সাকিব আল হাসানকে হটিয়ে টেস্টে বাংলাদেশের হয়ে দ্রুততম ১০০ উইকেটের মালিক হন তাইজুল।