ফের মেসিহীন বার্সার হোঁচট
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১১:৩৪ এএম, ১ সেপ্টেম্বর ২০১৯ রোববার

লা লিগায় শিরোপা ধরে রাখার মিশনে আবারো হোঁচট খেয়েছে বার্সেলোনা। দুই মৌসুম পর স্পেনের শীর্ষ লিগে উঠে আসা ওসাসুনার বিপক্ষে ড্র করেছে এরনেস্তো ভালভেরদের দল।
প্রতিপক্ষের মাঠে শনিবার ২-২ গোলে ড্র করে বার্সেলোনা।
রবের্তো তরেসের গোলে পিছিয়ে পড়ার পর দ্বিতীয়ার্ধের শুরুর দিকে আনসু ফাতি ও আর্থার মেলোর গোলে এগিয়ে গিয়েছিল বার্সেলোনা। তবে শেষ দিকে আবারো গোল খেয়ে বসে কাতালান ক্লাবটি।
লা লিগায় প্রতিপক্ষের মাঠে এই নিয়ে টানা চার ম্যাচ জয়শূন্য রইলো বার্সেলোনা।
চলতি লিগে আথলেতিক বিলবাওয়ের মাঠে ১-০ গোলে হেরে লিগ শুরু করা বার্সেলোনা গত সপ্তাহে কাম্প নউয়ে রিয়াল বেতিসকে ৫-২ গোলে হারিয়েছিল।
চোটের কারণে দলের বাইরে লিওনেল মেসি, লুইস সুয়ারেস ও উসমান দেম্বেলে। গত ম্যাচে জোড়া গোল করা অঁতোয়ান গ্রিজমান ছিলেন বটে, তবে প্রথমার্ধে বার্সেলোনার পারফরম্যান্স ছিল খুব সাদামাটা। অধিকাংশ সময় বল দখলে রেখেও বিরতির আগে কোনো সুযোগই তৈরি করতে পারেনি তারা।
তিন ম্যাচে একটি করে জয় ও ড্রয়ে বার্সেলোনার পয়েন্ট ৪।