বৃহস্পতিবার   ১১ সেপ্টেম্বর ২০২৫   ভাদ্র ২৭ ১৪৩২   ১৮ রবিউল আউয়াল ১৪৪৭

যুব ফুটবলের ড্র অনুষ্ঠিত

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১১:৩২ এএম, ১ সেপ্টেম্বর ২০১৯ রোববার

আগামী ১২ সেপ্টেম্বর থেকে মাঠে গড়াচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের দলগুলোকে নিয়ে অনূর্ধ্ব-১৮ ফুটবল টুর্নামেন্ট। 

এ উপলক্ষ্যে শনিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় টুর্নামেন্টের ড্র । ১২ দল চার গ্রুপে ভাগ হয়ে খেলবে এবারের টুর্নামেন্ট। চার গ্রুপ চ্যাম্পিয়ন ও রানার্সআপরা উঠবে কোয়ার্টার ফাইনালে।

প্রিমিয়ার লিগে অংশ নেয়া ১৩ ক্লাবের মধ্যে ১২টি ক্লাব অংশ নিচ্ছে এবার। অবনমন হওয়া নোফেল এসসি অংশ নিলেও খেলছে না বিজেএমসি।

ড্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাফুফে সিনিয়র সহসভাপতি আব্দুস সালাম মুর্শেদী, সহসভাপতি মহিউদ্দিন আহমেদ মহি, বাফুফে সাধারণ সম্পাদক মো. আবু নাইম সোহাগ, সদস্য মো. শওকত আলী খান জাহাঙ্গীর, আমিরুল ইসলাম বাবু, মো. ইলিয়াছ হোসেন, মো. জাকির হোসেন চৌধুরী, ফজলুর রহমান বাবুল এবং স্পন্সর প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের এক্সিকিউটিভ ডিরেক্টর এফ এম ইকবাল বিন আনোয়ার ডন।

কে কোন গ্রুপে:

‘এ’ গ্রুপ :

চট্টগ্রাম আবাহনী, ব্রাদার্স ইউনিয়ন ও মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র।

‘বি’ গ্রুপ :

শেখ জামাল ধানমন্ডি ক্লাব, আরামবাগ ক্রীড়া সংঘ ও রহমতগঞ্জ এমএফএস।

‘সি’ গ্রুপ :

আবাহনী লিমিটেড, মোহামেডান লিমিটেড ও বসুন্ধরা কিংস।

‘ডি’ গ্রুপ :

সাইফ স্পোর্টিং ক্লাব, শেখ রাসেল ক্রীড়া চক্র ও নোফেল স্পোর্টিং ক্লাব