মঙ্গলবার   ১১ নভেম্বর ২০২৫   কার্তিক ২৭ ১৪৩২   ২০ জমাদিউল আউয়াল ১৪৪৭

শুটিং সেটে আহত ‘ঝুমা বৌদি’ মোনালিসা

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১১:২৮ এএম, ১ সেপ্টেম্বর ২০১৯ রোববার

শ্যুটিং সেটে আহত ‘ঝুমা বৌদি’ খ্যাত অভিনেত্রী মোনালিসা। খাতরা খাতরা খাতরা নামের টিভি শো-তে স্টান্ট দেখাতে গিয়ে আহত হয়েছেন অভিনেত্রী। 

অভিনেত্রী আহত হওয়ার সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ওই শোতে মোনালিসা ছাড়াও আছেন ভারতী সিং, হর্ষ লিম্বাচিয়া, রিম শেখ, আদিত্য নারায়ণ ও রিধিমা পণ্ডিত।

ভোজপুরি সিনেমা থেকেই তার জনপ্রিয়তার শুরু। বহু ছবিতে অভিনয় করতে দেখা গিয়েছে তাকে। ভোজপুরী ছবির প্রথম সারির প্রায় সব নায়কের সঙ্গেই কাজ করেছেন তিনি।

বর্তমানে ‘নজর’ সিরিয়ালে অভিনয় করছেন তিনি। যেখানে তার চরিত্রের নাম মোহনা। বিগ বসেও অংশ নিয়েছেন তিনি। বহু চর্চিত একজন প্রতিযোগী ছিলেন মোনালিসা।