শনিবার   ১০ মে ২০২৫   বৈশাখ ২৬ ১৪৩২   ১২ জ্বিলকদ ১৪৪৬

তাজিকিস্তান যাচ্ছে বাংলাদেশ ফুটবল দল

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১০:২৯ এএম, ৩১ আগস্ট ২০১৯ শনিবার

কাতার বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জণের লক্ষ্যে চুড়ান্ত বাছাই পর্বে সুযোগ পেতে প্রাথমিক বাছাইয়ের দ্বিতীয় রাউন্ডে আফগানিস্তানের মুখোমুখি হবে লাল-সবুজের দল। 

সে উপলক্ষে বাংলাদেশ দল আগামী ১ সেপ্টেম্বর সকাল ১০টা ১০ মিনিটে ঢাকা ত্যাগ করবে।

 

বিশ্বকাপ বাছাইতে সুযোগ পেতে প্রথম রাউন্ডে লাওসকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে সুযোগ করে নেয় জামাল ভূইয়ার দল। 

শুক্রবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কনফারেন্স রুমে বাংলাদেশ ফুটবল দলের কোচ জেমি ডে ও মিড ফিল্ডার রবিউল হাসান সাংবাদিকদের মুখোমুখি হন। 

কোচ নিজের প্রত্যাশার কথা ব্যক্ত করে বলেন, ছেলেরা যথেষ্ট পরিশ্রম করছে। তারা তাদের বেস্টটাই দিবে। আমরা ভালো কিছুই আশা করি তাজিকিস্তান থেকে। 

রবিউল বলেন, আমরা অনুশীলন করেছি। আমি মনে করি আল্লাহ চাইলে তাজিকিস্তানে আমাদের জন্য ভালো কিছু অপেক্ষা করছে। আফগানিস্তানের খেলা সম্পর্কে আমাদের যথেষ্ট ধারণা দিয়েছেন কোচ। তবে আমরা কে কোথায় আর কিভাবে খেলবো তা এখনো জানান নি তিনি। তবে সাধারণত এটা দেশের বাইরে গেলেই জানানো হয়। 

দল ১১ সেপ্টেম্বর বিকেল ৫.২০ মিনিটে দেশে পৌঁছাবে।