শনিবার   ১০ মে ২০২৫   বৈশাখ ২৬ ১৪৩২   ১২ জ্বিলকদ ১৪৪৬

এনরিকে বাঁচাতে পারলেন না মেয়েকে

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১০:২৭ এএম, ৩১ আগস্ট ২০১৯ শনিবার

মাত্র নয় বছর বয়সী জানা ভুগছিলেন হাড়ের ক্যানসারে। গতকাল বৃহস্পতিবার মারা যান এনরিকের মেয়ে জানা। 

আদরের মেয়েকে বাঁচানোর জন্য কম চেষ্টা করেননি এনরিকে। রাশিয়া বিশ্বকাপের পর স্পেন জাতীয় দলের দায়িত্ব তুলে দেওয়া হয় এনরিকের হাতে। তবে এর কিছুদিন পরেই বেশ কয়েকবার ব্যক্তিগত কারণ দেখিয়ে দল থেকে ছুটি নেন তিনি। 

এর কয়েকমাস পরেই পুরোপুরি ছেড়ে দিলেন কোচের দায়িত্ব। টুইটারে এক বার্তায় এনরিকে নিশ্চিত করেন তার মেয়ে জানা মারা গেছেন। 

তিনি বলেন, ‘হাড়ের ক্যানসার (অস্টিওসার্কোমার) বিরুদ্ধে পাঁচ মাস লড়াইয়ের পর আজ (বৃহস্পতিবার) বিকেলে মারা গেছে আমাদের মেয়ে জানা। ওর বয়স ছিলে মাত্র নয় বছর। তুমি আমাদের পরিবারের আলোকশিখা হয়ে থাকবে সব সময়। আমরা তোমাকে অনেক মিস করব। তোমাকে সব সময় মনে থাকবে আমাদের, তোমার সাথে দেখা হবে আমাদের।‘

 

এছাড়া শেষ পাঁচ মাস যারা এনরিকের পাশে ছিলেন তাদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। মেয়ে জানা যে হাসপাতালে ভর্তি হয়েছিল সেই হাসপাতালের সহযোগীদেরও ধন্যবাদ জানিয়েছেন তিনি। 

স্পেন জাতীয় দলের সাবেক এই তারকার দুঃসময়ে দুঃখ প্রকাশ করেছেন দেশটির প্রধানমন্ত্রী থেকে শুরু করে প্রক্তন ক্লাব রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনা।

লিওনেল মেসি এনরিকের প্রতি সমবেদনা জানিয়ে লিখেছেন, ‘আমরা আপনার পাশে আছি এনরিকে। এই কঠিন সময়ে আমরা আপনার পাশে থাকবো।’ এছাড়া রিয়াল মাদ্রিদ ৩০ আগস্ট ট্রেনিং সেশন শুরু করার আগে এনরিকের মেয়ের জন্য এক মিনিত নীরবতা পালন করে।

বার্সেলোনার ইতিহাসে ২০১৪-১৫ মৌসুমে দ্বিতীয় ট্রেবল জেতান এই কোচ। উয়েফা ইউরোর ২০২০ বাছাইপর্বে গত ২৭ মার্চ মাল্টার মুখোমুখি হয়েছিল স্পেন। সেই ম্যাচের আগে সংবাদ সম্মেলনও করেছিলেন এনরিকে। 

 

তবে সব পাল্টে যায় মেয়ে জানার হাড়ের ক্যানসারের কথা শোনার পর। সে ম্যাচের আগেই পাড়ি জমান মেয়ের কাছে। আর এরপর দীর্ঘ পাঁচ মাস কাটিয়েছেন মেয়ের পাশে। তারপরেও বাঁচাতে পারেননি মেয়েকে।