বৃহস্পতিবার   ১১ সেপ্টেম্বর ২০২৫   ভাদ্র ২৭ ১৪৩২   ১৮ রবিউল আউয়াল ১৪৪৭

আফগানদের বিপক্ষে দল ঘোষণা আজ

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১০:০৩ এএম, ৩০ আগস্ট ২০১৯ শুক্রবার

আফগানদের বিপেক্ষ একমাত্র টেস্টে টাইগারদের দল আজ শুক্রবার ঘোষণা করা হবে। 

বৃহস্পতিবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।। 

টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হবে চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে আগামী ৫ সেপ্টেম্বর। এরপর আফগানিস্তান ও জিম্বাবুয়ের সঙ্গে ত্রিদেশিয় একটি সিরিজ খেলবে বাংলাদেশ। টেস্ট ম্যাচের দ্বিতীয় দিন ৬ আগস্ট টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করবে বিসিবি।

প্রধান নির্বাচক নান্নু বলেন, আপাতত টেস্ট দল ঘোষণা করা হচ্ছে। টেস্টের দ্বিতীয় দিন আমরা টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করবো।