সোমবার   ১২ জানুয়ারি ২০২৬   পৌষ ২৯ ১৪৩২   ২৩ রজব ১৪৪৭

শক্তিশালী হয়ে ধেয়ে আসছে হারিকেন ডোরিয়ান

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৯:৪১ এএম, ৩০ আগস্ট ২০১৯ শুক্রবার

সাইক্লোন ডোরিয়ান ধেয়ে আসছে মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা ও দক্ষিণ জর্জিয়ার দিকে। এরই মধ্যে দেশটিতে শক্তিশালী এ সাইক্লোনটিকে ক্যাটাগরি-৩ এর মর্যাদা দিয়ে সতর্ক করে দেয়া হয়েছে সবাইকে।

ন্যাশনাল হারিকেন সেন্টার পূর্বাভাস দিয়ে বলেছে, ডোরিয়ান তার শক্তি বাড়িয়েই চলেছে। শুক্রবার নাগাদ এটি শক্তিশালী হয়ে ক্যাটাগরি-৩ এর পর্যায়ে চলে যাবে। রোববার ১২৫ মাইল বেগে ফ্লোরিডা ও জর্জিয়ার উপকূলে আঘাত হানবে।

আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সিএনএনের প্রতিবেদনটিতে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টারের ডিরেক্টর কেন গ্রাহামের বরাত দিয়ে বলা হয়েছে সাইক্লোনটি এরই মধ্যে বুধবারে ইউএস ভার্জিন আইল্যান্ড এবং পুয়ের্তো রিকোতে আঘাত হেনেছে।